এবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ
নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসরাম বাবুর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় এবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজকে শোকজ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মণ্ডল তাকে শোকজ করেন। এর আগে নৌকার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ায় চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তলব করে অনুসন্ধান কমিটি। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে আরও ২ শতাধিক প্রার্থী ও সমর্থককে শোকজ, তলব ও মামলার আওতায় আনে নির্বাচন কমিশন। ডা. সায়মা আফরোজকে করা শোকজ নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, আপনি বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও আপনার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১)ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আপনার উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করার নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হইবে না সে মর্মে ২৫/১২/২০২৩ খ্রি. দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনে স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। মাহিকে জুতাপেটার হুমকি দেওয়া যুবককে শোকজ এদিকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করার ঘটনায় মাহাবুর রহমান মাহাম নামের এক যুবককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাহাম তনোরের তালন্দের কালনা পূর্বপাড়ার মৃত ছদের আলীর ছেলে। রোববার যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি আবু সাঈদের দেওয়া এ নোটিশে আগামী বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সশরীর হাজির হয়ে মাহামকে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়। এ ছাড়া ২১টি গরু জবাই দিয়ে ভোটারদের ভূরিভোজের ব্যাখ্যা দিতে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাকে রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় নোটিশে।
২৪ ডিসেম্বর, ২০২৩

আড়াইহাজার পৌরসভায় জয় আ.লীগ প্রার্থীর
কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা, বিচ্ছিন্ন মারামারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এবং বর্তমান মেয়র সুন্দর আলী পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টিবিঘ্নিত নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই উল্লেখযোগ্য পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচনে ৯ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পিএস এসএম অলি উল্লাহকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমানের পোলিং এজেন্টদের বের করে দেন বলে হাবিবুর রহমান অভিযোগ করেন। কোনো কোনো কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিষয়টি রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। এদিকে ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কেন্দ্রে মেয়র পদে নৌকা মার্কায় ভোট না দেওয়ায় রফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে শাসায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তিনি স্ট্রোক করে মারা যান বলে হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম দাবি করেন। দুপুর ১টায় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ি লাগোয়া কেন্দ্র কৃষ্ণপুরা এনআইবি স্বপ্নডানা একাডেমি কেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শব্দর আলী, জাহাঙ্গীর আলমসহ ৪ জন। সংঘর্ষের সময় ছোড়া ২টি অবিস্ফোরিত ককটেল দীর্ঘ সময় এমপির বাড়ির বাইরে পড়ে ছিল।
১৩ জুন, ২০২৩

আড়াইহাজার পৌরসভায় ভোট গ্রহণ চলছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গেছে। জানা গেছে, পৌরসভার প্রতি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টরসহ ৩১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। সেই সঙ্গে থাকবে ভ্রাম্যমাণ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র্যাব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। কেউ কোনো অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। এবার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছেন চারজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সুন্দর আলী (নৌকা), স্বতন্ত্র হাবিবুর রহমান (জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি মোহর আলী মোল্লা (নারিকেল গাছ) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন উর রশীদ (মোবাইল ফোন)।
১২ জুন, ২০২৩
X