১০০ জনকে চাকরি দেবে মিনিস্টার, এসএসসি পাসেই আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘সেলস অফিসার’ পদে সারা দেশে অন্তত ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ আগস্ট পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড পদের নাম : সেলস অফিসার আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ২৫ বছর পদসংখ্যা : ১০০টি কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৭ জুলাই, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : শুধু পুরুষ আবেদনের শেষ তারিখ : ০৬ আগস্ট, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ  অন্যান্য যোগ্যতা : ইলেকট্রনিক যন্ত্রপাতি/গৃহস্থালী যন্ত্রপাতি বিষয়ে ভালো জ্ঞান। মোটরসাইকেল চালাতে পারেন এমন আবেদনকারীরা বাড়তি সুবিধা পাবেন। অন্যান্য সুবিধা : টি/এ, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : মিনিস্টার হেডকোয়ার্টার, বাড়ি-৪৭, রোড-৩৫/এ, গুলশান-২, ঢাকা-১২১২
২০ ঘণ্টা আগে

আকর্ষণীয় বেতনে টিআইবিতে চাকরি, ৬০ বছরেও আবেদন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন ডিভিশন ‘অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পদ ও বিভাগের নাম : অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন আবেদনের বয়সসীমা : ২৫-৬০ বছর পদসংখ্যা : ০১ জন কর্মস্থল : ঢাকা বেতন : ১,০৫,৪১৩ ঢাকা (মাসিক) অভিজ্ঞতা : কমপক্ষে ৬ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৪ জুলাই, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২০ জুলাই, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক বিজ্ঞান, বা অন্যকোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে অনার্সসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা : নির্ভুল ও দর্শকদের প্রতি বিশেষ মনোযোগসহ লিখিত যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা। জটিল ও শক্তিশালী সময় ব্যবস্থাপনা। এমএস অফিস অ্যাপ্লিকেশন- (ওয়ার্ড, এক্সেল, প্রকাশক, পাওয়ারপয়েন্ট) দক্ষতা; গুগল অ্যাপ্লিকেশন- (জি-মেইল, হ্যাংআউট, ক্যালেন্ডার, ডক্স, শিডস, স্লাইডস, ফরমস) এবং এডোবি অ্যাপ্লিকেশন (এক্রোবেট প্রো) প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
২১ ঘণ্টা আগে

আ.লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড / গ্রেপ্তার মেয়র আক্কাসের রিমান্ড চায় পুলিশ
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। তবে শনিবার (৬ জুলাই) মামলার নথি অন্য আদালতে থাকায় রিমান্ডের শুনানি বা শুনানির দিন ধার্য করা হয়নি। তাকে শুক্রবার (৫ জুলাই) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর শনিবার (৬ জুলাই) সকালে তাকে রাজশাহীতে আনা হয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে পৌর মেয়র আক্কাসকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক শরিফুল ইসলামের আদালতে তোলা হয়। কিন্তু মামলার নথি জজকোর্টে থাকায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও এর শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলার নথি এলে পরে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্যের কথা রয়েছে। রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যা মামলাটি তদন্ত করছেন বাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শোয়েব খান। এই মামলার প্রধান আসামি মেয়র আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে শনিবার দুপুরে আদালতে তিনিই আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন। তবে এই হত্যা মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। সেই কারণ এই মামলার নথিটি সেখানেই রয়েছে। আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নথি বিচারিক আদালতে ফেরত আসলে তখন পৌর মেয়র আক্কাস আলীর রিমান্ড শুনানির দিন ধার্যের সম্ভাবনা রয়েছে। আপাতত আদালতের নির্দেশে তাকে বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ঢাকায় আক্কাছ আলীর সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর চার সহযোগী আসামি মজনু, টুটুল, আব্দুর রহমান মহুরি ও স্বপনকে শনিবার আদালতে হাজির করা হয়নি। রোববার (৭ জুলাই) তাদের বিরুদ্ধেও আদালতে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় প্রধান আসামি আক্কাস আলীসহ এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২২ জুন বাঘা পৌর মেয়র আক্কাস আলীর দুর্নীতি অনিয়মের প্রতিবাদে চলা মানববন্ধন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। মেয়রের দুর্নীতি ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা দলিল লেখক সমিতির বাড়তি টাকা আদায়কে সমর্থন দেওয়া বা না দেওয়া নিয়ে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল। এই ঘটনায় থানা ও আদালতে এখন পর্যন্ত পাল্টাপাল্টি দুইটি মামলা হয়েছে। ঘটনার দিন প্রতিপক্ষের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। জরুরি অস্ত্রোপচারের পর তাকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জুন বিকেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাসকে প্রধান করে ৩২ জন নামীয়সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাস ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার (৫ জুলাই) ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মতিঝিল এলাকা থেকে আক্কাস ও তার অপর চার সহযোগীকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ ছাড়া এই ঘটনায় আদালতেও মামলা হয়েছে। স্থানীয় আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ২৭ জুন রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মামলায় আসামি হিসেবে বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমানসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
০৭ জুলাই, ২০২৪

খুলনা সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ৫০০ টাকা
খুলনা সিটি করপোরেশন পূর্ত বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দুই ক্যাটাগরির পদে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। প্রতিষ্ঠানের নাম : খুলনা সিটি করপোরেশন, খুলনা পদ ও জনবল : দুটি ও তিনজন আবেদনের মাধ্যম : ডাকযোগে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) চাকরির ধরন : অস্থায়ী আবেদন শুরুর তারিখ : ০৭ জুলাই, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২১ জুলাই, ২০২৪ ১. পদের নাম : নির্বাহী প্রকৌশলী (সিভিল) পদসংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : অনূর্ধ্ব ৪০ বছর, তবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন : ৫০,০০০ টাকা (মাসিক) ২. পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল) পদসংখ্যা : ২টি শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন : ৩৫,০০০ টাকা (মাসিক) যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীদের পদের নাম, প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাদা কাগজে আবেদন করে ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। আবেদন ফি : মেয়র, খুলনা সিটি করপোরেশনের অনুকূলে যে কোনো তপশিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : মেয়র, খুলনা সিটি করপোরেশন, নগর ভবন (সাধারণ প্রশাসনিক শাখা), খুলনা
০৬ জুলাই, ২০২৪

চাকরি দেবে নোমান গ্রুপ, ৫৫ বছরেও আবেদন
সম্প্রতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ। প্রতিষ্ঠানটির এইচআর, ইন্সপেকশন অ্যান্ড ফোল্ডিং ডিভিশন ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : নোমান গ্রুপ পদ ও বিভাগের নাম : ম্যানেজার/সিনিয়র ম্যানেজার-ইন্সপেকশন অ্যান্ড ফোল্ডিং (জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্স লিমিটেড-হোম টেক্সটাইল) আবেদনের বয়সসীমা : ৩০ থেকে ৫৫ বছর পদসংখ্যা : ০১টি কর্মস্থল : গাজীপুর (টঙ্গী) বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : ৮ থেকে ১৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৪ জুলাই, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : শুধু পুরুষ আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : ব্যাচেলর অব আর্টস (বিএ), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব আর্টস (এমএ), বিজ্ঞানে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি। অন্যান্য যোগ্যতা : শক্তিশালী নেতৃত্ব ও ভালো যোগাযোগ, পরিদর্শন বিভাগ ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি সম্পর্কে ভালো জ্ঞান, ভালো যোগাযোগ (বাংলা ও ইংরেজি), শক্তিশালী নেতৃত্ব এবং দল পরিচালনার দক্ষতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : জীবন বিমা, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : আদমজী কোর্ট, অ্যানেক্স বিল্ডিং-২ (১১ তলা), ১১৯-১২০ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০
০৪ জুলাই, ২০২৪

ফ্রেশার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন করুন দ্রুত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহত্তম কৃষি-শিল্প গ্রুপ কাজী ফার্মস। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল এগ সেলস ডিভিশন ‘ট্রেইনি অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১২ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : কাজী ফার্মস গ্রুপ পদ ও বিভাগের নাম : ট্রেইনি অফিসার, কমার্শিয়াল এগ সেলস আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : সর্বোচ্চ ২ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৪ জুলাই, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১২ জুলাই, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে কৃষি বিষয়ে বিএসসি ডিগ্রি ধারীরা অগ্রাধিকার পাবেন। অন্যান্য যোগ্যতা : শক্তিশালী যোগাযোগ ও সামাজিক দক্ষতা, মাইক্রোসফট অফিস স্যুটে- এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : অভিজ্ঞতা ও যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : বাড়ি # ৩৫ (নবম তলা), রোড # ২, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫
০৪ জুলাই, ২০২৪

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করবেন যেভাবে
অষ্টমবারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। এরইমধ্যে ২৮ জুন থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। মানবিক কাজ, দেশ গঠন ও সমাজে অবদানের জন্য দেশের সেরা তরুণ-তরুণীদের সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে ২০১৫ সাল থেকে ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’-প্রবর্তন করা হয়।    এই লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারও ইয়াং বাংলা টিম যাচ্ছে ৭ বিভাগে দেশ ও সমাজ পরিবর্তনে তরুণদের সাহসী অগ্রযাত্রার গল্প শুনতে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট। দেশের প্রান্তিক অঞ্চলগুলো থেকে সর্বাধিক সাড়া পাওয়ার লক্ষ্যেই এই ডিভিশনাল মিটগুলোর আয়োজন করে থাকে ইয়াং বাংলা টিম।    আগামী ৭ জুলাই ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে (জেলা শিল্পকলা একাডেমি, পুরাতন ভবন) দুপুর থেকে ডিভিশনাল মিটের আয়োজন করা হবে। ময়মনসিংহ ডিভিশনের জেলাসমূহ ছাড়াও কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর ও টাঙ্গাইল থেকেও তরুণ সংগঠনগুলো এই ডিভিশনাল মিটে অংশগ্রহণ করতে পারবে।  গত বছর তরুণদের কাছ থেকে অনেক সাড়া পাওয়ার পর এবারও ইয়াং বাংলা টিম পর্যায়ক্রমে ৭টি বিভাগে ডিভিশনাল মিটের আয়োজন করবে পুরো জুলাই মাসজুড়ে। ডিভিশনাল মিট সম্পর্কে বিস্তারিত জানতে ইয়াং বাংলার ফেসবুক পেজে চোখ রাখুন।  এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের সংগঠন ৬টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। আবেদনের বিষয়গুলো হলো, সামাজিক অন্তর্ভুক্তি, সৃজনশীল সংস্কৃতি, ক্রীড়া ও সুস্থতা, শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ ও জলবায়ু এবং উদ্ভাবন ও যোগাযোগ। ৬টি ক্যাটেগরি থেকে ২টি করে মোট ১২টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।  এই ক্যাটাগরির আওতাভুক্ত যে সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে তারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।  অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা এতে আবেদন করতে পারবে এবং পুরস্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত ২ বছর হতে হবে। এ ছাড়া সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাবকেও আবেদন করতে আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪ এ আবেদন করতে ভিজিট করুন -  jbya.youngbangla.org
০৪ জুলাই, ২০২৪

এমপি আনার হত্যা / জবানবন্দি প্রত্যাহার চেয়ে শিমুল-তানভীরের আবেদন
কলকাতার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার দেশে সাত আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বাদে অপর ছয় আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।  তবে এদের মধ্যে শিমুল ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভুইঁয়া তাদের জবানবন্দি প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।  গত ২২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। এই মামলায় শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুঁইয়া, শিলাস্তি রহমান, কাজী কামাল আহমেদ বাবু, মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাহাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এ ছাড়া এ মামলায় দায় স্বীকার না করায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  মামলার এজাহারে আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন উল্লেখ করেছেন, গত ৯ মে আমার বাবা আনোয়ারুল আজিম রাত ৮টায় আমাদের বর্তমান বাসা ফ্ল্যাট নং-৮০৪, ৮ম তলা, বিল্ডিং নং-০৫, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ সদস্য ভবন, থানা- শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশে রওনা করেন। পরে গত ১১ মে বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে আমার বাবার সঙ্গে মোবাইল নম্বর ০১৭৫৫৩৫০৩৫০-এ ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাই। গত ১৩ মে বাবার ইন্ডিয়ান সিম নম্বর +৯১৭০৬৩২১৪৫৬৯ থেকে উজির মামার ০১৭১১-২৭২৯১২ হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ আসে- ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি। আমার সাথে ভিআইপি আছে। আমি অমিত সাহার কাছে যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নাই। আমি পরে ফোন দেব।’ এটি ছাড়াও আরও কয়েকটি মেসেজ আসে। ওই মেসেজগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে আমার বাবাকে অপহরণ করেছে।
০৪ জুলাই, ২০২৪

অফিসার নেবে ওরিয়ন গ্রুপ, বয়স ২২ হলেই আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওরিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ/সিনিয়র অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৭ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ওরিয়ন গ্রুপ পদের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র অফিসার আবেদনের বয়সসীমা : কমপক্ষে ২২ বছর পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৩ জুলাই, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ০৭ জুলাই, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স ডিগ্রি অন্যান্য যোগ্যতা : চমৎকার আন্তঃব্যক্তিক যোগাযোগ, আলোচনার দক্ষতা, নমনীয়তা ও অভিযোজন যোগ্যতা, ইংরেজি ও বাংলায় ভালো মৌখিক ও লিখিত দক্ষতা, চমৎকার কম্পিউটার দক্ষতা ছাড়াও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : টিএ/ডিএ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আংশিক ভর্তুকি দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অনুযায়ী বিভিন্ন সুবিধা দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০৩ জুলাই, ২০২৪

৩ পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করুন দ্রুত
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানিটি তাদের পৃথক তিন পদে মোট ০৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৮ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ব্যাংক চাকরির ধরন : স্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : ঢাকা (মতিঝিল) আবেদন শুরুর তারিখ : ১১ জুন, ২০২৪ আবেদনের মাধ্যম : অনলাইন আবেদনের শেষ তারিখ : ০৮ জুলাই, ২০২৪ ১. পদের নাম : সহকারী পরিচালক (এক্স ক্যাডার-পাবলিকেশন্স) পদ সংখ্যা : ২টি বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা (৯ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্টিং অ্যান্ড পাবলিকেন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ০৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২. পদের নাম : অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন্স)  পদসংখ্যা : ৩টি বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা (১০ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজী/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ০৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৩. পদের নাম : অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন্স) (ফটোগ্রাফার) পদ সংখ্যা : ১টি বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা (১০ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ০৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। অথবা, খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ০৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা। অথবা, গ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ০৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে অথবা দেশি/বিদেশি বিজ্ঞাপনী সংস্থায় অথবা আন্তর্জাতিক/বহুজাতিক সংস্থার ফটোগ্রাফার/ ভিডিওগ্রাফার হিসেবে ন্যূনতম ০২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফি : প্রার্থী বাংলা কিউআর কোড সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবেন। মোবাইল ফোনের পেমেন্ট এপস (বাংলা কিউআর কোড সাপোর্ট করে এরূপ ব্যাংক/এমএফএস) এর মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে ২০০ টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে ভেরিফাই পেম্যান্ট লিঙ্ক- এ ক্লিক করে  পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০৩ জুলাই, ২০২৪
X