অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের
আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। গতকাল শনিবার সকালে প্রতিমন্ত্রীর ঢাকার বাসভবনে সাক্ষাতে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা ইস্যু। এ সময় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি ও আনোয়ারা উপজেলার অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য রাজিন দাশ রাহুল, উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল হক আজিজ, অহিদুল আলম, যুবলীগ নেতা মোজাম্মেল হোক, মামুনুল ইসলাম জাকির, জিয়াউদ্দিন বাবলু ও আবু তৈয়ব রাসেল প্রমুখ। অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অর্থনৈতিক সমৃদ্ধির লড়াইয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব, বিপদে-আপদে পাশে থেকে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, মানুষ পরিবর্তনের জন্য রায় দিয়েছে। আমি উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। সেই লক্ষ্যে সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাব।
০২ জুন, ২০২৪

আতাউর রহমান কায়সারের কবরে শ্রদ্ধা আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। গতকাল শুক্রবার বিকেলে নগরীর চন্দনপুরার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কাজী মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আনোয়ারাবাসী জিম্মিদশা থেকে মুক্তির জন্য গণরায় দিয়েছে। ভোট শেষ, এখন প্রমাণ করার পালা। আগামী ৫ বছর মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি, সে ধারাবাহিকতায় স্মার্ট আনোয়ারা বানাতে চাই। এ সময় তিনি আনোয়ারার উন্নয়নে সময়োচিত নানা পদক্ষেপের জন্য অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকে ধন্যবাদ জানান। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রীস, সাবেক চেয়ারম্যান আবদুল গাফফার চৌধুরী, ইয়াছিন হিরু, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন সুজন, মঈন উদ্দীন খান পিন্টু, অ্যাডভোকেট কামরুল আলম, আবদুল মাবুদ চৌধুরী মোহন, মো. নুরুল আনোয়ার, যুবনেতা ও ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দীন, আবু তাহের প্রমুখ।
০১ জুন, ২০২৪

আনোয়ারা উপজেলা আ.লীগের বর্ধিত সভা
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, হরিপদ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।
০৬ ডিসেম্বর, ২০২৩
X