আটলান্টিক থেকে ২৬২ অভিবাসন প্রত্যাশী উদ্ধার
আটলান্টিক মহাসাগর থেকে ২৬২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড বাহিনী। গত শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে ৩টি নৌকা থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। গতকাল শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের নৌকাগুলো বিকল হয়ে সাগরে ভাসছিল। তারা সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এতে আরও বলা হয়, উদ্ধারের পর ১০৩ অভিবাসনপ্রত্যাশীকে ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের গ্রান কানারিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। স্পেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ২০২২ সালে যত সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছিলেন, তার তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসেছেন অন্তত পাঁচগুণ বেশি মানুষ। গত মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন ৩ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী। সাতটি দ্বীপের সমষ্টি ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের অন্যতম প্রবেশদ্বার। তাই যেসব অভিবাসনপ্রত্যাশী স্পেন হয়ে ইউরোপে যেতে চান, তাদের বেশিরভাগই ক্যানারি দ্বীপপুঞ্জে নামার লক্ষ্য নিয়ে মরক্কোর উপকূল থেকে নৌকায় চাপেন।
০৮ অক্টোবর, ২০২৩

আটলান্টিক থেকে ২৬২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
আটলান্টিক মহাসাগর থেকে ২৬২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড বাহিনী। শুক্রবার (৬ অক্টোবর) স্থানীয় সময় ভোরের দিকে ৩টি নৌকা থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। শনিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের নৌকাগুলো বিকল হয়ে সাগরে ভাসছিল। তারা সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এতে আরও বলা হয়, উদ্ধারের পর ১০৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের গ্রান কানারিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। স্পেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ২০২২ সালে যত সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছিলেন তার তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসেছেন অন্তত ৫ গুণ বেশি মানুষ। গত মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন ৩ হাজার ৫ শ’ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। সাতটি দ্বীপের সমষ্টি ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের অন্যতম প্রবেশদ্বার। তাই যেসব অভিবাসনপ্রত্যাশী স্পেন হয়ে ইউরোপে যেতে চান, তাদের বেশিরভাগই ক্যানারি দ্বীপপুঞ্জে নামার লক্ষ্য নিয়ে মরক্কোর উপকূল থেকে নৌকায় চাপেন।
০৭ অক্টোবর, ২০২৩

কার টানে আটলান্টিক সাঁতরে পাড়ি দিতে চান মাহি?
২০২৩ সালের মার্চ মাসে প্রথম সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। নিজের ছেলের নাম রাখেন মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকার।  গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি।  মাহি লিখেছেন- বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন- আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে। এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি।  প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।
০১ অক্টোবর, ২০২৩

আটলান্টিক মহাসাগর থেকে ৩৫ ঘণ্টা পর যুবক উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ১২ মাইল দূরে আটলান্টিক মহাসাগরে আংশিকভাবে নিমজ্জিত একটি নৌকা থেকে চার্লস গ্রেগরি (২৫) নামে এক বোটারকে উদ্ধার করেছে ইউএস কোস্টগার্ড। খবর বিবিসির।  আরও পড়ুন : তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই নৌ কর্মকর্তা আটক   চার্লস গ্রেগরির বাবা রেমন্ড গ্রেগরি সিএনএনকে জানিয়েছেন, সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায় ৩৫ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন তার ছেলে। ফ্লোরিডার সেন্ট অগাস্টিনে বোট র‌্যাম্পে ফিরে আসতে বিলম্ব করায় তার পরিবার রেসকিউ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।  আরও পড়ুন : খালি গায়ে হাফ প্যান্টে বাইডেন, ছবি ভাইরাল ইউএস কোস্ট গার্ড বলছে, অবশেষে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। একটি অনুসন্ধানী বিমানের ক্রু ওই যুবককে একটি সমতল মাছ ধরার নৌকায় বসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করা হয়। চার্লস এখন বাসায় বিশ্রাম নিচ্ছে। সে এখন খুব ক্লান্ত। তিনি ডিহাইড্রেটেড এবং র‌্যাবডোমায়োলাইসিসে ভুগছেন। চার্লস গ্রেগরির বাবা জানান, একটি বড় ঢেউ চার্লসের নৌকা ডুবিয়ে দেয়। চার্লস উপকূল থেকে অনেক দূরে যেতে শুরু করে। চার্লস তার লাইফ জ্যাকেট এবং মোবাইল ফোন হারিয়ে ফেলেছিল।  চার্লস গ্রেগরি জানিয়েছেন, তিনি মৃত্যুকে খুব ভয় পেয়েছিলেন। তিনি তার সারা জীবনের চেয়ে এই দীর্ঘ সময়ে ঈশ্বরকে বেশি স্মরণ করেছেন।   
০৭ আগস্ট, ২০২৩
X