স্বতন্ত্র প্রার্থীর কর্মীর আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত
নওগাঁর আত্রাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। এ বিষয়ে চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, নির্বাচনী ক্যাম্পে যাবার উদ্দেশ্যে সাহেবগঞ্জ বাজারে চা খেয়ে মোটরসাইকেলে উঠছিলাম, এমন সময় পেছন থেকে পিঠে চাকু মারলে চিৎকার দেই। তখন লোকজন এগিয়ে আসে। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শীতের পোশাক থাকায় ছুরি দুই ইঞ্চির মতো গভীরে গেছে। তবে আর একটু ভেতরে গেলে ফুসফুসের বড় ক্ষতি হতো। ট্রাক প্রতীকের প্রার্থী ওমর ফারুক সুমন গণমাধ্যমকর্মীকে জানান, চৌধুরী গোলাম মোস্তফা বাদল ভোটের শুরু থেকে প্রচার চালাচ্ছেন। তিনি আমার নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঘটনার পেছনে যারা আছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।   উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে আমরাও চাই এর সঠিক রহস্য উদঘাটন হোক।  আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শামিম হোসেন সানি (২৫) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩০ ডিসেম্বর, ২০২৩
X