আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প
আংশিক দায়মুক্তি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন তিনি। সোমবার (০১ জুলাই) মার্কিন সুপ্রিম কোর্ট তাকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আদালতের সিদ্ধান্ত অনুসারে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সংবিধানের অধীনে যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর জন্য দায়মুক্তি পাবেন। তবে নিজের এখতিয়ারের বাইরে নেওয়া পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন না তিনি।  সুপ্রিম কোর্টের নয় সদস্যের একটি বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। তাদের মধ্যে ছয়জনই ট্রাম্পের পক্ষে ছিলেন। আর বিপক্ষে ছিলেন বাকি তিনজন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টকে এই প্রথম অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তির প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোট।  এর আগে ২০২০ সালে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ থেকে সুরক্ষা থেকে পেতে ট্রাম্পের করা আবেদন খারিজ করে দিয়েছিলেন নিম্ন আদালত। সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের ওই আদেশ বাতিল হয়ে গেল।  আদালতের এমন  আদেশের ফলে ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ এবং ক্যাপিটল হিলে হামলার মামলাগুলো পরিচালনা করা সরকারি কৌঁসুলিদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। প্রধান বিচারপতি মামলায় এমন একটি নির্দেশনা দিয়েছেন যাতে সরকারি কৌঁসুলিদের সাজানো মামলাটি ক্ষতিগ্রস্ত হবে। 
০২ জুলাই, ২০২৪
X