অল্পের জন্য রক্ষা পেলেন রোনালদো
পর্তুগাল অধিনায়ক এবং পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এক পাগল ভক্তের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বুধবার (২৬ জুন) রাতে জর্জিয়ার বিপক্ষে পর্তুগালের ২-০ পরাজয়ের পরে স্ট্যান্ড থেকে তার দিকে ঝাঁপ দেন এই পাগল ভক্ত। আরেকজন সমর্থকের ধারণ করা ফুটেজে দেখা যায়, রোনালদো সিঁড়ির শীর্ষে থেমে, কিছুটা অপ্রতিরোধ্যভাবে টানেলে যাওয়ার সময় ওই ভক্ত তার দিকে ঝাঁপ দেন। Security had to intervene as a fan jumped from the stands and nearly landed on Cristiano Ronaldo as he walked through the tunnel after the Georgia vs. Portugal game pic.twitter.com/W28jvfKJEE — ESPN FC (@ESPNFC) June 27, 2024 লাল পোশাক পরা ওই ভক্ত উভয় পা দিয়ে ঝাঁপ দেন, দেখে মনে হয় তিনি পর্তুগিজ তারকার কাছাকাছি আসার চেষ্টায় ছিলেন। একটি কমলা রঙের বিব পরা একজন তৎপর স্টুয়ার্ড দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে রোনালদোর সামনে চলে আসেন এবং তার সুরক্ষা নিশ্চিত করেন। রোনালদো তার হাত তুলে বুঝাতে চান, ‘এটা কী ছিল?’ A fan almost jumps on the Cristiano Ronaldo from the stands after the end of the match!!! Sometimes some people are just not okay‍️pic.twitter.com/LSwEShvDb1 — SimplyGoal (@SimplyGoal) June 27, 2024 এই ঘটনার কয়েক দিন আগেই যখন রোনালদো তুরস্কের বিপক্ষে পর্তুগালের জয়ে মাঠে ছিল তখন একজন পিচ অনুপ্রবেশকারীকে ধাক্কা দেন। এর পরেও, রোনালদো প্রশংসিত হন যখন তিনি এক ছোট ছেলের সঙ্গে সেলফি তুলে এবং খেলার শেষ দিকে মাঠে প্রবেশ করেছিল। তবে, ওই খেলার শেষ পর্যায়ে আরও কয়েকজন ভক্ত রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন। তুরস্কের বিরুদ্ধে খেলার শুরুতেই রোনালদো ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হননি এবং একটি পিচ আক্রমণকারীকে দূরে ঠেলে দেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত ওই আক্রমণকারীকে মোকাবিলা করে। উয়েফা এ ঘটনাগুলোর তদন্ত শুরু করতে যাচ্ছে, কারণ ছয়জন পিচ আক্রমণকারী ওই ম্যাচে রোনালদোর দিকে এগিয়ে গিয়েছিল। পিচে পাগল ভক্ত ছাড়াও রোনালদোর জন্য এই আসরটি হতাশার যাচ্ছে। জর্জিয়ার বিপক্ষে খেলার সময় রোনালদো অসন্তোষের জন্য একটি হলুদ কার্ড পান এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে তার জন্য হতাশাজনক সময়ই কাটছে। ইউরোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী হওয়া সত্ত্বেও, ৩৯ বছর বয়সী রোনালদো এই বছরের প্রতিযোগিতায় এখনো গোল করতে পারেননি। গেলসেনকিরশেনে বদলি হওয়ার পর তাকে হতাশায় বসে থাকতে দেখা যায়। জর্জিয়ার বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পরেও, পর্তুগাল টুর্নামেন্টের শেষ ১৬-তে অগ্রসর হয়েছে। তারা আগামী ১ জুলাই সোমবার স্লোভেনিয়ার মুখোমুখি হবে। রোনালদো, যিনি বিশ্বের অন্যতম বিখ্যাত তারকা ব্যক্তি, তার জন্য অতিরিক্ত উচ্ছৃঙ্খল ভক্তরা সবসময় সমস্যা সৃষ্টি করেছে, তবে এখন তার ফোকাস হবে ইউরো ২০২৪-এ তার দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
২৭ জুন, ২০২৪

মিয়ানমার থেকে গুলি, অল্পের জন্য রক্ষা পেল অটোরিকশাচালক
একদিন বন্ধ থাকার পর ফের মিয়ানমারে চলছে গোলাগুলি। এরমধ্যে মিয়ানমার থেকে ছোড়া গুলি সীমান্তের একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার ওপর এসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায়। তবে অল্পের জন্য রক্ষা পায় চালক। এ ছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ২টা ৪০ মিনিটে বান্দরবান নাইক্ষ্যংছড়ি তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।   অটোরিকশাচালক মো. আবু তাহের জানান, বিকাল ২টা ৪০ মিনিটে তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই সিএনজিতে একটি গুলি এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় লুকিং গ্লাস ভেঙে গেছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিল মোহাম্মদ ভুট্টো সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে দিকে আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলির বিকট আওয়াজ শোনা গিয়েছিল। বিকেলে একজন অটোরিকশাচালক আবু তাহেরের গাড়িতে গুলি এসে পড়ায় সামনের গ্লাস ফেটে গেছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে তবে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না নিশ্চিত নয়। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
০৩ ফেব্রুয়ারি, ২০২৪

এবার ডোমারে খোলা ফিশপ্লেট অল্পের জন্য রক্ষা
নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসী এগিয়ে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এ সময় স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে গেলে উদ্ধার করা হয় ৭২টি ফিশপ্লেট ক্লিপ। গত বুধবার রাত ১০টার দিকে বাগডোকরা গ্রামের হীরালাল রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বুধবার ভোরে গাজীপুরের বন খড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুতির ২৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঘটনাটিকে নাশকতা ধরে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডোমারে ফিশপ্লেট ক্লিপ খোলার ঘটনার বিষয়ে বাগডোকরা গ্রামের রাজেশ্বর রায় বলেন, ‘ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে ৩০০ থেকে ৪০০ জন উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।’ বোড়াগাড়ির ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, ‘এলাকাবাসীর ধাওয়ায় হরতাল সমর্থকরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২টি ফিশপ্লেট ক্লিপ উদ্ধার হয়। রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।’ পার্শ্ববর্তী জোড়াবাড়ি ইউপির চেয়ারম্যান সাখোয়াৎ হোসেন বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। এলাকাবাসী এগিয়ে না এলে বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটে যেত।’ সীমান্ত এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয়রা সংকেত দেওয়ায় ট্রেনটি দ্রুত থামানো হয়। এরপর দেখি লাইনের ফিশপ্লেটের ক্লিপ খোলা রয়েছে।’ ঘটনার পর পরই ঘটনাস্থলে হাজির হন ডোমারের ইউএনও নাজমুল আলম। তিনি বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব না। বিষয়টি তদন্ত করবে পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা বিভাগ। আমরা সরকারকে অবহিত করব চিলাহাটি-নীলফামারী রেলপথে রেলওয়ের নিরাপত্তা জোরদার করতে।’ নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘লাইন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’ গাজীপুরের ঘটনায় তদন্ত কমিটি ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুতি এবং হতাহতের ঘটনায় তদন্ত করছে রেলওয়ের কমিটি। এ ছাড়া জড়িতদের শনাক্তে পুলিশ, র্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের গঠিত ট্রাস্কফোর্স অভিযান চালাচ্ছে। ঘটনাটিকে নাশকতা ধরে তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং আলামত সামনে রেখে তদন্ত চলছে। এ ব্যাপারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। গতকাল সরেজমিন দেখা গেছে, দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরে গতি নিয়ন্ত্রণের জন্য ‘১০’ লেখা একটি সাইনবোর্ড টানানো। সকাল থেকেই ট্রেন খুবই স্বল্পগতিতে দুর্ঘটনাস্থল এলাকা অতিক্রম করে। ক্ষতিগ্রস্ত লাইনের দুপাশে মোহনগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভ ও পাঁচটি বগি পড়ে আছে। বিকেলে সেগুলো সরিয়ে নিতে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ আবার শুরু করে। এ ঘটনায় রেল মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটির প্রধান হয়েছেন যুগ্ম সচিব শাহ ইমাম আলী রেজা। তিনি বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করছি। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেখব। ট্রেন সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা ধরেই চলছে তদন্ত জড়িতদের শনাক্তে পুলিশ, র্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের গঠিত ট্রাস্কফোর্স অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন বিজিবির গাজীপুর ৬৩ ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি নাশকতা ধরে ট্রাস্কফোর্স তদন্ত করছে। ঘটনাস্থলে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই লক্ষ্যে কাজ করছি। আমরা অপরাধীদের শনাক্ত করতে চেষ্টা করছি। এখানে নাশকতা করতে নিশ্চয় বাইরের জেলার লোক আসেনি। র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। দুষ্কৃতকারী কয়জন ছিল, কীভাবে সিলিন্ডারের মাধ্যমে রেললাইন কাটা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। রেলওয়ের মামলা গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ে কর্মকর্তা আশরাফুল ইসলাম কমলাপুরে মামলা করেছেন। কমলাপুর থানার ওসি ফেরদাউস বিশ্বাস বলেন, নাশকতা ও হত্যার অভিযোগে এ মামলা হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভাওয়াল এক্সপ্রেস, বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেন ওই স্থান অতিক্রম করেছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৫ ডিসেম্বর, ২০২৩

ট্রেন লাইনচ্যুত অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সবশেষ খবর অনুযায়ী রাত ৯টায়ও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-ভৈরব রুটের ট্রেন চলাচল। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্টে চলে যায়। এতে করে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ৯টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু করবে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে ফের চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ ছাড়া উদ্ধার কাজে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
২৬ নভেম্বর, ২০২৩

ভেঙে পড়ল বিশালাকৃতির গাছ, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে হঠাৎ বিশাল আকৃতির একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এ সময় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মাঠে খেলা করছিল।  এ ঘটনায় শিক্ষার্থীরা বেঁচে গেলেও বশির আহমদ (৬০) এক পথচারীর এক হাত ভেঙে যায়।  মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয় দুইটিতে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক বলেন, গাছটি অনেক বছরের পুরোনো। কী কারণে ভেঙে পড়ল জানি না। আমরা শ্রেণিকক্ষে ছিলাম। পরে আতঙ্কিত শিক্ষার্থীরাও ক্লাস থেকে বের হয়ে যায়।
১৪ নভেম্বর, ২০২৩

অল্পের জন্য রক্ষা পেল বিজয় এক্সপ্রেস
ময়মনসিংহের নান্দাইলে অল্পের জন্য নাশকতা থেকে রক্ষা পেল বিজয় এক্সপ্রেস ট্রেন। নান্দাইল উপজেলার মধ্য দিয়ে অতিবাহিত ময়মনসিংহ-ভৈরব রেলপথের মোহনপুর নামক স্থানে রেললাইন কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরের দিকে দুর্বৃত্তরা রেললাইনের কাছাকাছি দুই জায়গায় প্রায় ১৮ ইঞ্চির মতো অংশ কেটে দেয়।  কাটা অংশটুকু সরাতে না পারায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবহিত হওয়ায় অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গতি কমিয়ে বিশেষ ব্যবস্থায় রেললাইনের ওই জায়গাটি অতিক্রম করার ব্যবস্থা করে দেওয়া হয়। পরে রাত পৌনে আটটা পর্যন্ত রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজন রেলপথের কাটা অংশ মেরামতের কাজ করেন।  স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মোহনপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেললাইনের যে অংশটি কাটা হয়েছে সেখানে কোনো বাড়িঘর নেই। এ কারণে সেখানে কোনো লোক চলাচল নেই বললেই চলে। তাই জায়গাটি খুবই নির্জন। তাছাড়া এ লাইন দিয়ে সারাদিনে নাসিরাবাদ মেইল ও বিজয় এক্সপ্রেস নামে মাত্র দুটি ট্রেন চলাচল করে। বিজয় এক্সপ্রেক্স ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহে ফিরে আসে।  গ্রামবাসীরা জানান, মোহনপুরসহ আশপাশের গ্রামের লোকজন খেলা দেখার জন্য রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। তখনই তারা রেললাইন কাটা দেখতে পান। পরে বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য এরশাদুল ইসলাম ভূঁইয়াকে জানান। ইউপি সদস্য পরে বিষয়টি নান্দাইল থানায় অবহিত করেন। এরপর নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, রেলওয়ের পিডব্লিউআই রেজাউল করিম ঘটনাস্থলে যান।  নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল জানান, রেললাইন কেটে ফেলার ঘটনাটি পূর্বপরিকল্পিত। এতে ট্রেন দুর্ঘটনায় পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
১১ নভেম্বর, ২০২৩
X