রাস্তা সম্প্রসারণের দাবিতে রাস্তায় লাশ রেখে অভিনব প্রতিবাদ
কুমিল্লার আদর্শ সদরে রাস্তায় লাশ রেখে রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (২৯ জুন) উপজেলার সংরাইশ পশ্চিমপাড়া এলাকার আদর্শ গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আদর্শ গলিতে আইয়ুব আলী নামের এক ব্যক্তির স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে লাশের খাটিয়া নিয়ে বের হতে পারছিলেন না এলাকাবাসী। একপর্যায়ে তারা লাশ খাটিয়া থেকে আলাদা করে নিয়ে বের হন। এ সময় সড়কে লাশ রেখেই রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা।  এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সংরাইশ পশ্চিমপাড়ার সাবেক রহিম ডাক্তার গলি ও বর্তমান আদর্শ সদর গলিতে প্রায় দেড়শ’ থেকে দুইশ’ পরিবার বসবাস করে। কিন্তু রাস্তার অভাবে তারা অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। এই গলির রাস্তা এতোই সরু যে, এখানে একজন অসুস্থ ব্যক্তিকেও আনা নেওয়া করা কষ্টকর। যে নারী মারা গেছেন তার লাশ আনার জন্য এলাকাবাসী কোনো খাটিয়া নিতে পারেনি। আমরা এই দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ চাই। স্থানীয় বাসিন্দা ডা. জুয়েল বলেন, এক বস্তা চাল নিয়ে যেতে পারি না এই রাস্তা দিয়ে। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। আমরা এর আগে এক ফিট রাস্তা চাইলে, তারা আমাদের দেয়নি। তিরস্কার করেছে নানাভাবে। আমাদেরকে একটু রাস্তা সম্প্রসারণ করে এই কষ্ট থেকে বাঁচানোর অনুরোধ করছি।  স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, আমরা জায়গার মালিকদের সঙ্গে কথা বলব। তাদের রাস্তা সম্প্রসারণের জন্য অনুরোধ করব। খুব দ্রুতই যাতে এই সমস্যার সমাধান হয় সে ব্যবস্থা করবো।  এদিকে ওই জমির মালিকদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
৩০ জুন, ২০২৪

বেতনের দাবিতে কর্মীদের অভিনব প্রতিবাদ
ভারতীয় ক্লাব ফুটবলে হায়দরাবাদ এফসি অতটা পুরোনো নাম নয়। তবে ২০১৯ সালে জন্ম নেওয়া এই দলটি ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সফল একটি ক্লাব। প্রথমদিকে খুব একটা ছন্দময় পারফরম্যান্স না থাকলেও পরে যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যার দরুন, স্প্যানিশ কোচ মানালো মার্কেজের হাত ধরে ২০২২ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় এই ফুটবল ক্লাব। পরের মৌসুমেও ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল খেলে দলটি। তবে এর পর থেকেই মাঠে এবং মাঠের বাইরে বেশ ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। শুরুতে ভালো খেললেও এবার চলতি মৌসুমে একেবারেই দিশাহারা অবস্থা এই ফুটবল ক্লাবের। বিশেষ করে অর্থনৈতিক সমস্যা জেরে একেবারে বিদ্ঘুটে  পরিস্থিতি দেখা দিয়েছে ক্লাব ও ম্যানেজমেন্টের ভিতরে। মূলত এই কারণেই এই নতুন মৌসুমে দল ছেড়েছেন একাধিক দাপুটে ফুটবলার। এমনকি এই দল ছেড়ে এফসি গোয়ায় পাড়ি দিয়েছেন খোদ দলের কোচ মানালো মার্কেজ। পরে সময় যত এগিয়েছে ততই কমেছে দাপুটে ফুটবলারদের সংখ্যা। বর্তমানে তাদের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে, দলের সাধারণ কর্মচারীদের ও বেতন দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে এই ফুটবল ক্লাবকে। যতদূর শোনা গিয়েছে, বিগত ছয় থেকে সাত মাস বেতন পাননি দলের একাধিক কর্মী। তাই এবার একপ্রকার বাধ্য হয়েই বেতনহীন কর্মীরা এক অভিনব প্রতিবাদের উপায় বেছে নিয়েছেন। Asking salary a mistake...? #ISL10#IndianFootball #HyderabadFCpic.twitter.com/Te7Ek8cGR3 — Sarath (@_iam_sarath_) February 1, 2024 বেতনের দাবিতে গতকাল হায়দরাবাদ ও গোয়ার ম্যাচের মধ্যেই বিশেষ এক ব্যানার বানানো হয়েছিল ক্লাব কর্মীদের একাংশের তরফ থেকে। যেখানে কর্মীদের প্রাপ্য পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার করুণ আবেদনের উল্লেখ ছিল। স্বাভাবিকভাবেই ম্যাচজুড়ে সেদিকেই দৃষ্টি ছিল সবার। তবে এই ব্যাানার বেশিক্ষণ রাখতে পারেনি তারা। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীদের সহায়তায় মাঠ থেকে বের করে দেওয়া হয় কর্মীদের। জোর করে খুলেও দেওয়া হয় সেই ব্যানার। যা দেখে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হায়দরাবাদের সাবেক কোচ মানোলো মার্কেজ ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে আগের পরিস্থিতি সম্পর্কে বলেন, সমস্যা হলো তাদের ক্লাব পরিচালনা করার জন্য সঠিক লোক নেই। এদিকে ক্লাবের এক সূত্র জানান, পরিস্থিতি কিছুটা খারাপ এবং আমরা সবকিছু সাজানোর চেষ্টা করছি। এমনকি আজকের ম্যাচটি খেলার অনুমতি পেতে শেষ মুহূর্ত পর্যন্ত লেগেছে। বেতনের সমস্যা আছে তবে আমরা জিনিসগুলো শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

জুতায় দুই মেয়ের নাম লিখে খাজার অভিনব প্রতিবাদ
ফিলিস্তিন ইস্যুতে কোনোভাবেই থামানো যাচ্ছে না উসমান খাজাকে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে মানবাধিকারের স্লোগানসংবলিত জুতা পরে পার্থ টেস্টটা খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে আইসিসির বাধায় শেষ পর্যন্ত সেই জুতা পরে মাঠে নামতে পারেননি বাঁহাতি ওপেনার। কিন্তু বাহুতে কালো রঙের বন্ধনী পরে খেলেছিলেন খাজা। এবার বক্সিং ডে টেস্টে জুতায় দুই নিজের দুই মেয়ের নাম লেখে মাঠে নামলেন অজি ওপেনার।  মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। এবারও যথারীতি বাধা হয়ে দাঁড়ায় আইসিসি। কিন্তু তাতেও থামানো যায়নি অজি ব্যাটারকে। এবার প্রতিবাদের ভাসা ছিল অন্যরকম। নিজের দুই মেয়ে আয়েশা ও আয়লার নাম লিখেছেন জুতায়। প্রথম টেস্টে জুতায় প্রতিবাদ স্লোগান লিখেছিলেন খাজা। তখন আইসিসির আপত্তিতে জুতার লেখা ঢেকে দিয়েছিলেন অজি ওপেনার। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বাধার সম্মুখীন হওয়ায় অস্ট্রেলিয়ান ব্যাটার জানিয়েছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’ Usman Khawaja has the names of his children on his shoes today #AUSvPAK pic.twitter.com/g7Aadc2g18 — cricket.com.au (@cricketcomau) December 26, 2023 বক্সিং ডে টেস্ট শুরুর আগে খাজার কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি। তিনি বলেন, ‘আমরা উসমান খাজার সঙ্গে কথা বলেছি। আমরা এমন কিছু নির্ধারণ করেছিলাম যা হবে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ ও অরাজনৈতিক। সেই চিন্তা থেকেই শান্তির প্রতীক পায়রার কথা মাথায় আসে। কিন্তু আইসিসি হয়তো বিষয়টা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করেছে।’ এমসিজেতে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১১৪ রানে ২ উইকেট হারিয়েছে অজিরা। ১০১ বলে ৪১ রানে হাসান আলির বলে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। 
২৬ ডিসেম্বর, ২০২৩

সড়ক দুর্ঘটনার অভিনব প্রতিবাদ
সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ফেডারেশনের সাবেক সহসাধারণ সম্পাদক সৌভিক করিমের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করেছে তাদের বন্ধু ও সহযোদ্ধারা। শুক্রবার (১০ নভেম্বর ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে দুর্ঘটনাস্থলে এই মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করা হয়। সদ্য প্রয়াত আরিফুল ইসলাম ও সৌভিক করিমের প্রতি এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত বন্ধু ও সহযোদ্ধারা ‘সড়কের মৃত্যুর মিছিল থামবে কবে’, ‘জীবন কোনও সংখ্যা নয়’, ‘আরিফুল ইসলাম ও সৌভিক করিম হত্যার বিচার কর’সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, কণ্ঠশিল্পী শায়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, সমগীতের সভাপতি দিনা তাজরিন, শিক্ষক বীথি ঘোষ, সম্মিলিত পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন, সৈকত মল্লিক, চিত্র পরিচালক হাবিবুর রহমানসহ গণসংহতি ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এর আগে বাদ আসর রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন- অধ্যাপক আহমেদ কামাল, প্রয়াত আরিফুল ইসলামের পিতা খায়রুল ইসলাম, প্রয়াত সৌভিক করিমের পিতা এটিএম ফজলুল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
১১ নভেম্বর, ২০২৩

সড়ক দুর্ঘটনার অভিনব প্রতিবাদ
সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় এবার অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ফেডারেশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিমের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে তাদের বন্ধু ও সহযোদ্ধারা। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইস্কাটনে দুর্ঘটনাস্থলে এই মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সদ্য প্রয়াত আরিফুল ইসলাম ও সৌভিক করিমের প্রতি এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত বন্ধু ও সহযোদ্ধারা ‘সড়কের মৃত্যুর মিছিল থামবে কবে’, ‘জীবন কোনও সংখ্যা নয়’, ‘আরিফুল ইসলাম ও সৌভিক করিম হত্যার বিচার করা’সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, কণ্ঠশিল্পী শায়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, সমগীতের সভাপতি দিনা তাজরিন, শিক্ষক বীথি ঘোষ, সম্মিলিত পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন, সৈকত মল্লিক, চিত্র পরিচালক হাবিবুর রহমানসহ গণসংহতি ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এর আগে বাদ আসর রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমেদ কামাল, প্রয়াত আরিফুল ইসলামের পিতা খায়রুল ইসলাম, প্রয়াত সৌভিক করিমের পিতা এটিএম ফজলুল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।  
১১ নভেম্বর, ২০২৩

ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় কোম্পানির অভিনব প্রতিবাদ
এবার ইসরায়েলের বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করছে ভারতীয় কোম্পানি। দেশটির একটি কোম্পানি ইসরায়েলের পুলিশ বাহিনীর জন্য  পোশাক প্রস্তুত করে থাকে। তবে তারাও এবার পোশাক তৈরি করা বাতিল করে দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   ভারতের কেরালা রাজ্যের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ফিলিস্তিনি হাসপাতালে হামলার ঘটনায় তারা ইসরায়েলে নতুন করে কাজের আদেশ নেওয়া বাতিল করে দিয়েছে। গাজায় হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক টমাস অলিকাল।  ভারতের এ প্রতিষ্ঠানটি ইসরায়েলের পুলিশের নেভি ব্লু রঙের ফুল হাতা ইউনিফর্ম তৈরি করত। ২০১৫ সাল থেকে কাজটি করে আসছে এ কোম্পানি।  এক ভিডিওবার্তায় কোম্পানির পরিচালক বলেন, ফিলিস্তিনে হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এভাবে করে হামাসের হামলার জন্য প্রতিশোধ নেওয়া উচিত নয়। তাদের জন্য ২৫ লাখ মানুষ খাবার পানিও পাচ্ছে না। এ ছাড়া ইসরায়েলের হাসপাতালে বোমা হামলা, নিরীহ নারী ও শিশুদের হত্যা করা গ্রহণযোগ্য নয়। আমরা যুদ্ধের সমাপ্তি ও শান্তি চাই।  তিনি আরও বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুসারে আমরা তাদের বর্তমান চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করি। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা নতুন করে কাজের কোনো আদেশ নেব না। নৈতিক জায়গা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে বোমা হামলার মতো ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।  উল্লেখ্য, গত মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটির সাড়ে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 
২২ অক্টোবর, ২০২৩
X