প্রথমবারের মতো পুরো দল নিয়ে মেসিদের অনুশীলন
কোপা আমেরিকা খেলতে সবার আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পা রাখে আর্জেন্টিনা। ফ্লোরিডায় দলের সেরা তারকা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের জন্য শেষ প্রস্তুতি শুরু করে আলবিসেলেস্তারা। তবে পুরো স্কোয়াডকে এক সঙ্গে পাচ্ছিলেন না লিওনেল স্কালোনি। মঙ্গলবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বুধবার সকালে) এই সফরে প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পাওয়া ২৯ ফুটবলারকে নিয়ে একত্রে অনুশীলন করাতে পেরেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের শিরোপা ধরে রাখার মিশন। এ-গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে চিলি ও পেরু। এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের পর ২৯ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে কোপার জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনার কোচ।
০৫ জুন, ২০২৪

ম্যাচের পর সাকিব লিটনের অনুশীলন
ম্যাচ শেষ হতেই মাঝ উইকেটে নেট নিয়ে হাজির মাঠকর্মীরা। নেট সাজিয়ে তখন তাদের সাকিব আল হাসানের জন্য অপেক্ষা। কিছুক্ষণ পর ড্রেসিংরুম থেকে ব্যাট-প্যাড নিয়ে নেট ব্যাটিংয়ের জন্য বেরিয়ে এসেছিলেন সাকিব। ব্যাটিংয়ের প্রস্তুতি নিয়েই মাঠে ঢুকে হেলমেট ও ব্যাট রেখে প্রেজেন্টেশনের জন্য দলের সঙ্গে যোগ দেন তিনি। এরপর নেটে দুই ভাগে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অভিজ্ঞ অলরাউন্ডের পর একই নেটে ব্যাটে শান দিতে দেখা গেছে লিটন দাসকেও। জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে ছিলেন না সাকিব। শেষ দুই ম্যাচের জন্য দলে ফেরেন তিনি। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেছিলেন। গতকাল অবশ্য থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২১ রান করে থেমে যান বাঁহাতি এই ব্যাটার। নিজের ব্যাটিংয়ে ঘাটতি নিয়ে পরিষ্কার ধারণা আছে সাকিবের। তাইতো ম্যাচের পর ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও টিমবয় নাসিরের থ্রোয়ারে দুই ধাপে ব্যাটিং অনুশীলন চালিয়ে যান তিনি। এ সময় কোচের সঙ্গে বিভিন্ন শটস নিয়ে কথা বলতে দেখা গেছে সাকিবকে। দুই সেশনে আধঘণ্টার চেয়ে বেশি সময় অনুশীলন করে ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। সাকিবের পর নেটে আসেন লিটন। জিম্বাবুয়ে সিরিজটা মোটেও ভালো যায়নি তার। এমন সিরিজ নিশ্চিতভাবেই ভুলে থাকতে চাইবেন ডানহাতি এই ওপেনার। সিরিজের প্রথম তিন ম্যাচে রান করতে ব্যর্থ হওয়ায় স্কোয়াডে থাকলেও একাদশ থেকে তাকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। শেষ দুই ম্যাচে ডাগআউটে বসেই সময় কাটিয়েছেন তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৪১ ও ৭ রানের দুটি ইনিংস খেলেন তিনি।
১৩ মে, ২০২৪

অনুশীলন টাইগার লাইটনিংয়ের সমাপনী
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে সহযোগী বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আমাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। তিনি আশা করেন, অনুশীলন টাইগার লাইটনিং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের লেফটেন্যান্ট কর্নেল জসুয়া লং বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান ও ধারাবাহিক সাফল্য সত্যিই প্রশংসার দাবিদার। এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মান ও পেশাদারিত্ব আমাদের অভিভূত করেছে। সমাপনী অনুষ্ঠানে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ অংশগ্রহণকারী দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে অনুশীলন সম্পন্ন করায় ধন্যবাদ জানান। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর ৭৬ জন এবং মার্কিন সেনাবাহিনীর ২৩ জন সদস্য অংশ নেন।
০৩ মে, ২০২৪

বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন সম্পন্ন
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ১০ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ মহড়া সম্পন্ন হয়েছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ১০ দিনব্যাপী এ আয়োজন সমাপ্ত হয়।  বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত যৌথ মহড়ার সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অভ্যাগত ও মহড়াতে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সমাপনী বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল এরিক সি নোভাকও বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স হেলেন লাফাভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এ ছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী বিভাগসহ বাহিনী ত্রয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সদস্যসহ বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগদান করেন।    ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ এ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে ও একটি এএন-৩২ পরিবহন বিমান এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ২৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের ৭৭ জন সদস্য অংশগ্রহণ করে। এ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ জন সদস্য এবং বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন প্যারাট্রুপার অংশগ্রহণ করেন। ‘এক্সারসাইজ কোপ সাউথ’- এ আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরণের অনুশীলন পরিচালনা করা হয়। এই যৌথ অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতি, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়নসহ উন্নত ব্যবহার এবং ভবিষ্যতে এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। উভয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ মহড়াটি উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দূর্যোগ মোকাবেলার সামর্থ বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও ইহা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কন্টেইনার ড্রপ অনুশীলন
বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪' শীর্ষক যৌথ অনুশীলনের অংশ হিসেবে রোববার (২৫ ফেব্রুয়ারি) প্যাসিফিক এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমান বাহিনীর ২টি সি-১৩০জে বিমান থেকে সিলেট ক্যান্টনমেন্টের নিকটে কন্টেইনার ড্রপ (CDS) অনুশীলন সম্পন্ন হয়।  বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত ১০ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ অনুশীলনটি গত ১৯ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত এই যৌথ মহড়া বাংলাদেশ বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করবে। মহড়াটি উভয় দেশের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুদ্ধ/ দুর্যোগকালীন যোদ্ধাদের রণক্ষেত্রে অবতরণ ও ত্রাণ/উদ্ধার সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।    যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বাংলাদেশ সমুদ্র নিকটবর্তী ও নদীমাতৃক দেশ হওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছর বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের দুর্যোগকালীন ত্রাণ/উদ্ধার সামগ্রী দ্রুততম সময়ে দুর্যোগকবলিত এলাকায় পৌঁছানোর প্রয়োজন পড়ে। সে সময় দুর্যোগকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানসমূহ ব্যবহৃত হয়।  ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ মহড়ায় আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশে বিভিন্ন ধরনের অনুশীলন করার পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি রোববার প্যাসিফিক এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমানবাহিনীর ২টি সি-১৩০জে বিমান থেকে সিলেট ক্যান্টনমেন্টের নিকটে কন্টেইনার ড্রপ অনুশীলন সম্পন্ন হয়। ওই অনুশীলন দুর্যোগকবলিত এলাকায় প্রচুর পরিমাণ ত্রাণ/উদ্ধার সামগ্রী দ্রুততম সময়ে আকাশ পথে নিরাপদভাবে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ বিমানবাহিনীর সামর্থ্য বহুলাংশে বৃদ্ধি করবে। উভয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ মহড়াটি উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

পেছনে ক্যামেরা রেখে সাকিবের লড়াই
দল যখন হোটেলে বিশ্রামে, তখন ছন্দে ফিরতে একক লড়াই সাকিব আল হাসানের। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ। তবে ১২টার দিকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট-প্যাড নিয়ে উপস্থিত বাঁহাতি অলরাউন্ডার।  সিলেট স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডের নেটের পেছনে ক্যামেরা রেখে ব্যাটিং অনুশীলন শুরু করেন সাকিব। নেটে বোলার হিসেবে ছিলেন কুমিল্লার লেগ স্পিনার রিশাদ হোসেন থেকে শুরু করে রংপুর রাইডার্সের স্পিন কোচ মোহাম্মদ রফিক।  পৌঁনে দুই ঘণ্টার ব্যাটিংয়ে নিজেকে যতটা সম্ভব তৈরি করার চেষ্টা করেছেন সাকিব। তবে অস্বস্তি থেকেই গেছে তার। চোখের দৃষ্টির ব্যাঘাতজনিত সমস্যা বলে কথা; সহসে যে যাচ্ছে না সেটাও অনুমেয়। শুরুতে পায়ের কাছে পড়া রিশাদের কয়েকটি বল খেলতে অস্বস্তিবোধ হচ্ছিল সাকিবের। তবে ধীরে ধীরে ব্যাটিং শেপে আসায় কিছুটা স্বস্তিও মিলেছে তার।  নেটে সাকিবের সঙ্গে থাকা রংপুরের কোচ রফিকও সন্তুষ্ট নিয়ে বলেছেন, ‘খারাপ না, দেখছেনই তো। আমরা নিজেরাই বোলিং করলাম। মাসাআল্লাহ ভালোই আছে।’ সাকিবের খেলা দলটির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরে তিনি বলেছেন, ‘সে যদি না খেলে, তাহলে আমাদের দলের সমস্যা হয়।’ দিল্লি, লন্ডন থেকে সিঙ্গাপুর পেরিয়ে ডাক্তাররা একমত, এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি রোগে ভুগছেন সাকিব। চোখের সমস্যাটা যে সহসয় যাচ্ছে না সেটাও স্বাভাবিক। তবে খেলার মাধ্যমে ধীরে ধীরে কমে আসবে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।  চোখের সমস্যায় ব্যাটিং খারাপ হচ্ছে জানিয়ে রংপুরের স্পিন কোচ বলেছেন, ‘এখন সমস্যাটা চোখের আর ক্রিকেট তো চোখের খেলা। সেখানেই সাকিবের সমস্যা। দেশের মানুষ তো চায়, আশা করে সাকিব খেললে বড় কিছু করবে। কিন্তু যে চোখ দিয়ে খেলবে, সেই চোখে সমস্যা হলে কিভাবে খেলবেন।’  তবে নিজেকে ফিরে পেতে সাকিবের পরিশ্রমের কথা আগেরদিনও বলেছিলেন দলটির প্রধান কোচ সোহেল ইসলাম। আজ যে একটু বেশিই পরিশ্রম করবে, সেটাও বলেছিলেন তিনি।  দুই ঘণ্টা অনুশীলনের পর কেমন দেখলেন প্রশ্নে রফিক বলেছেন, ‘যে কয়দিন দেখেছি, সেই তুলনায় আজ মোটামুটি আত্মবিশ্বাসী মনে হয়েছে। দেখি আজ কী হয়।’ সাকিব রানে ফিরুক তার ভক্তদের মতো সেটাই চাওয়া কোচদেরও।  
২৭ জানুয়ারি, ২০২৪

মিরপুরে এমপি সাকিবের প্রথম অনুশীলন
গতকালই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনের জাতীয় এই নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারের জন্য গত কয়েক সপ্তাহ মাগুরায় ব্যস্ত সময় পার করেন তিনি। তবে গতকাল নির্বাচনে বড় জয়ের পরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব। আসন্ন বিপিএলের জন্য ভোট শেষেই অনুশীলনে নেমে পড়েছেন মাগুড়া-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য আপাতত নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। যার কারণে সোমবার (৮ জানুয়ারি) বিকেলে মিরপুরের মাঠে এসে হাজির হন তিনি। মূলত অনুশীলনের জন্যই রাতে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ইনডোর স্টেডিয়ামে সাকিব ছাড়াও রয়েছেন তার কোচ নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়াও, ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আছেন। সোমবার (৮ জানুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে সাকিব মিরপুরে আসেন । এ সময় ব্যাটিং অনুশীলনেই বেশি মনোযোগী ছিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আঙুলের চোটে ছিটকে যাওয়ার পর এই প্রথম ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন তিনি। এর আগে নির্বাচনের প্রচার চলাকালেও মাগুরায় ফিটনেস অনুশীলন বজায় রেখেছিলেন সাকিব।  
০৮ জানুয়ারি, ২০২৪

জ্যোতিদের অনুশীলন ম্যাচ আজ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী ৪ নভেম্বর থেকে দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে সিরিজের সবকটি ম্যাচ। তার আগে প্রতিপক্ষের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জ্যোতিরা। আজ সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দু’দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের জন্য একটি দল তৈরি করেছে টিম ম্যানেজমেন্ট। বিসিবি একাদশ নামে এ দলকে নেতৃত্ব দেবেন লতা মণ্ডল। একাদশ : লতা মণ্ডল (অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সুমাইয়া আক্তার, মুর্শিদা খাতুন, সালমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, শরিফা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থী, আফিয়া আসিমা ইরা ও উন্নতি আক্তার, নিশিতা আক্তার নিশি।
০২ নভেম্বর, ২০২৩

মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করলেন সাকিব
মিরপুরে তিন ঘণ্টার বেশি ব্যাটিং অনুশীলন শেষ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল হঠাৎই দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে ব্যাটিং পরামর্শ নেন সাকিব। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে ব্যাটিং শুরু করার পর বেলা ১টার সময় শেষ করেন টাইগার দলপতি। ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত সব ইনিংস খেলেন সাকিব। সেই আসরে ৬০৬ রান আসে বিশ্বসেরার ব্যাট থেকে। তবে চলতি আসরে বলার মতো কোনা ইনিংস খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ৪ ইনিংস থেকে মাত্র ৫৬ রান করেন সাকিব। আর তাইতো রানে ফিরতে শরণাপন্ন হন শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুরের ইনডোর সেন্টারে প্রবেশ করেন সাকিব। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের পরামর্শে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন শেষে দুপুর ১টার দিকে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।  কোচ ফাহিম দুপুর ১২ টার সময় ইন্ডোর থেকে বেরিয়ে যান। এ সময় সংবাদমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। তবে কোনো কথা বলার সুযোগ দেননি এ কোচ। সাকিবও সংবাদমাধ্যমে কোনো কথা বলেননি। গতকাল এবং আজ মিলিয়ে দুটি ব্যাটিং সেশন পার করেছেন বাংলাদেশ অধিনায়ক।   
২৬ অক্টোবর, ২০২৩
X