গুটিয়ে রাখা যাবে মটো রিজার

মটো রিজার
মটো রিজার

স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হ্যান্ডসেট ডিভাইস ক্যাটাগরিতে সবাইকে যে স্মার্টফোনটি তাক লাগিয়েছে সেটি হচ্ছে ‘মটো রিজার’। লাখো মানুষের আবেগের সাথে জড়িয়ে থাকা মটোরোলার ‘মটো রেজার’ যেমন ভাঁজযোগ্য ডিসপ্লে নিয়ে বছর তিনেক আগে বাজারে নতুন করে এসেছে, তেমনি এবার গুটিয়ে রাখা যাবে এমন ডিভাইস আনা হয়েছে।

মটোরোলার মূল মালিকানা প্রতিষ্ঠান লেনোভো নিয়ে এসেছে এই মটো রিজার। স্বাভাবিক অবস্থায় ৫ ইঞ্চি আকারের এই স্মার্টফোনটি নিমিষেই আকার ধারণ করতে পারে ৬.৫ ইঞ্চির। একটি বাটনে ডাবল ট্যাপ করলেই ডিভাইসের পেছনে গুটানো অবস্থায় থাকা প্রায় দেড় ইঞ্চির ডিসপ্লে পর্দা সামনে চলে আসবে।

গুটানো অবস্থায় ডিভাইসের পেছন পাশে এই ডিসপ্লে ছবি তোলা, দ্রুত নোটিফিকেশন দেখার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে।

ফলে কেউ চাইলে স্বাভাবিক অবস্থায় মাত্র ৫ ইঞ্চি আকারের স্মার্টফোনেই আরও বাড়তি দেড় ইঞ্চি আকারের ডিসপ্লে’র সুবিধা নিতে পারবেন। ডিভাইসটি সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি লেনোভো।

তবে লেনোভো বলছে, ভাঁজযোগ্য ডিভাইসের বিকল্প বা প্রতিযোগী না বরং বাজারে দুই ধরনের স্মার্টফোনই থাকতে পারে; এমন ধারণা নিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com