মাথাব্যথা অনেক যন্ত্রণাদায়ক রোগ। মাথাব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্মও করতে পারে না। অনেকেই মাথাব্যথা থেকে মুক্তি পেতে অনেক ওষুধ খেয়ে থাকেন।
তবে মাঝে মধ্যে মাথাব্যথা শুরু হলেও হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না।
সেক্ষেত্রে কোরআনে রয়েছে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়ার দোয়া।
মাথাব্যথার দোয়া
সুরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াত لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
বাংলা উচ্চারণ- লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনযাফুন।
বাংলা অর্থ
যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা: ওয়াক্বিয়া, আয়াত: ৫৬)
এ ছাড়া উনিশবার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতায়ানির রাজিম পড়া। এবং বিশতম বার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়বে।
তিন বার এই দোয়া পড়তে হবে
اعوذ بكلمات الله التامات من شر ما أعاني وأجد و أحاذر
বাংলা উচ্চারণ : আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা তুআনি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু।
বাংলা অর্থ : যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আক্রান্ত হয়েছি, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তি চাচ্ছি।
মন্তব্য করুন