ইসলাম নারী-পুরুষের মধ্যে সুন্দর ও পবিত্র জীবনযাপনের জন্য বিয়ের নির্দেশ দিয়েছে। ফলে আল্লাহ তাআলা বিয়ের বিষয়টি সহজ ও স্বাভাবিক করে দিয়েছেন।
পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ‘তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে, দুজন অথবা তিনজন অথবা চারজন; কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র একজন।’ (সুরা নিসা, আয়াত : ০৩)
বিয়ের পর নতুন প্রজন্মের আগমন ঘটাতে স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়ে থাকে। তাই স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্কের সময় বা সহবাসের সময় দোয়া পড়তে হয়।
আরবি উচ্চারণ-
بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বাংলা উচ্চারণ-
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা, ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাজাক্বতানা।
বাংলা অর্থ-
‘হে আল্লাহ! তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখ। আমাদের যে সন্তান দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো।’
‘শয়তান তার ক্ষতি করবে না এবং তার ওপর প্রভাব বিস্তার করতেও দেওয়া হবে না।’ (বুখারি, হাদিস : ৩২৮৩)।
মন্তব্য করুন