নামাজ ইসলাম ধর্মের প্রধান ইবাদত। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরজ। নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্ বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।
তাই সকলের জন্য নামাজ আদায় করা আবশ্যক। তবে শুধু নামাজ আদায় করলেই হবে না। প্রতিটা ওয়াক্তের নামাজের রয়েছে আলাদা আলাদা নিয়ম। সঠিক নিয়মে মেনেই নামাজ আদায় করতে হবে।
মাগরিবের নামাজ মোট ৫ রাকাত। সূর্যাস্তের পর হতে মাগরিবের নামাজের সময় হয় মাগরিবের ওয়াক্ত অতি অল্পকাল স্থায়ী।
আরবি-উচ্চারণ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-
বাংলা উচ্চারণ
নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবে ফারদুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ
মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।
নামাজের নিয়ত করার পর তাকবিরে তাহরিমা বলে নামাজ আদায় শুরু করতে হবে। উক্ত নিয়ত পড়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারবেন।
আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র উদ্দেশে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।
আরবি উচ্চারণ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْ ا الِلَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা উচ্চারণ
নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকায়াতি ছালাতিল মাগরিবে সুন্নাতু রাসুলল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ
মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।
এরপর অনেকে নফল নামাজ পড়েন।
মাগরিবের ২ রাকাত নফল নামাজের নিয়ত
আরবি উচ্চারণ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা উচ্চারণ
নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিল নফলে মোহাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ
মাগরিবের দুই রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।
মন্তব্য করুন