কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ কেমন ছিল প্রিয় নবীজির

ঈদের আনন্দ কেমন ছিল প্রিয় নবীজির
ঈদের আনন্দ কেমন ছিল প্রিয় নবীজির | ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদকে ঘিরে মোমিনের হৃদয়ে বয়ে যায় আনন্দণ্ডখুশির স্নিগ্ধ সমীরণ। মহান স্রষ্টার দরবারে পরম কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আনুগত্যের শির। এ আনন্দ কৃতজ্ঞতা প্রকাশের সুনির্ধারিত মাধ্যম হলো ঈদ।

ঈদ আনন্দও একটি ইবাদত। তাই একজন মোমিনের ঈদ আনন্দ পালন কেমন হবে, তা দেখিয়েছেন প্রিয় নবীজি (সা.)। বিভিন্ন হাদিসে নবীজি (সা.)-এর ঈদযাপনের নানা চিত্র উঠে এসেছে। একজন অনুগত মোমিন হিসেবে নিজের জীবনে সে সুমহান আদর্শের বাস্তবায়ন করা আমাদের পবিত্র কর্তব্য।

ঈদের আনন্দ প্রকাশ:

নবীজি (সা.) ঈদের দিন আনন্দ প্রকাশে উৎসাহিত করেছেন। শরিয়তসিদ্ধ আনন্দ প্রকাশের বহু মাধ্যম রয়েছে, তা গ্রহণ করে আনন্দ প্রকাশ করা বৈধ। তবে আনন্দ বিনোদনের নামে ইসলামে নিষিদ্ধ কোনো কাজ করা অনুগত মোমিনের জন্য শোভা পায় না।

আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) ঈদের দিন আমার ঘরে আগমন করলেন। তখন আমার কাছে দুটি বাচ্চা মেয়ে বুআস যুদ্ধের বীরদের স্মরণে গান করছিল। তারা পেশাদার গায়িকা ছিল না।

এর মধ্যে আবু বকর (রা.) ঘরে ঢুকে আমাকে ধমকাতে লাগলেন, ‘নবীজি (সা.)-এর ঘরে শয়তানের বাঁশি?’ রাসুল (সা.) তার কথা শুনে বললেন, ‘মেয়ে দুটিকে গাইতে দাও আবু বকর! প্রত্যেক জাতির ঈদ আছে, আর আজ আমাদের ঈদের দিন।’ (বোখারি : ৯৫২)।

অন্য এক হাদিসে এসেছে- আয়েশা (রা.) বলেন, এক ঈদের দিন ক’জন হাবশি লাঠি নিয়ে খেলা করছিল। রাসুল (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, ‘আয়েশা! তুমি কি লাঠিখেলা দেখতে চাও?’ বললাম, ‘হ্যাঁ’। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের ওপর রেখে লাঠিখেলা দেখতে লাগলাম।

তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, ‘হে বনি আরফেদা! লাঠি শক্ত করে ধরো।’ আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বললেন, ‘তোমার দেখা হয়েছে?’ বললাম, ‘হ্যাঁ’। তিনি বললেন, ‘তাহলে এবার যাও।’ (বোখারি : ৯৫০)।

উত্তম পোশাক পরিধান:

আলী (রা.) বলেন, ‘রাসুল (সা.) ঈদের দিন আমাদের সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করতে বলেছেন।’ (মুসতাদরাকে হাকেম : ৭৫৬০)। বিখ্যাত ইমাম ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘রাসুল (সা.) দুই ঈদে উত্তম পোশাক পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল, যা তিনি দুই ঈদ ও জুমায় পরতেন।’ (যাদুল মাআদ : ৪২৫/১)।

সকালে খেজুর খাওয়া:

ঈদুল ফিতরের দিনে কিছু না খেয়ে বেরুতেন না। আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে কিছু খেতেন না। সালাত থেকে ফিরে এসে কোরবানির গোশত দিয়ে আহার করতেন।’ (মুসনাদে আহমদ : ১৪২২)।

আনাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বেরুতেন না। আর খেজুর খেতেন বিজোড় সংখ্যায়।’ (বোখারি : ৯০০)। অন্য এক বর্ণনায় এসেছে, ‘রাসুল (সা.)

ঈদগাহে ঈদের নামাজ পড়া:

রাসুল (সা.) সবসময় ঈদগাহে ঈদের নামাজ পড়তেন। মসজিদে আদায় করতেন না। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, ‘রাসুল (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহায় (নামাজের জন্য) ঈদগাহে যেতেন।’ (বোখারি : ৯৫৬)।

হেঁটে ঈদগাহে গমন:

নবীজি (সা.) ঈদগাহে যাওয়ার সময় কোনো বাহনে আরোহণ করতেন না; হেঁটে যেতেন, আবার হেঁটে ফিরে আসতেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন।’ (সুনানে ইবনে মাজাহ : ১২৯৫)।

নবীজি (সা.)-এর অভ্যাস ছিল, যে রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, সে রাস্তা দিয়ে ফিরতেন না; বরং অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘রাসুল (সা.) ঈদগাহ থেকে ফেরার ক্ষেত্রে রাস্তা বদলাতেন।’ (বোখারি : ৯৮৬)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির 

জবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নূর মোহাম্মদ-শান্তা আক্তার 

ভূমধ্যসাগর থেকে ৮ বাংলাদেশির মরদেহ উদ্ধার

চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর প্রজ্ঞাপনে এনডিএফের ক্ষোভ

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক

দেশের স্বার্থের প্রশ্নে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নই : আখতার

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের হুঙ্কার

নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন, প্রশ্ন ফজলুর রহমানের

দুর্নীতিগ্রস্ত লুটেরা যাতে আর দেশে না আসতে পারে : মেজর হাফিজ 

১০

বিচার চেয়ে সোহেল তাজের স্ট্যাটাস

১১

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

১২

ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা খতমে নবুওয়ত বাংলাদেশের

১৩

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে আউটসোর্সিং শ্রমিকদের মতবিনিময়

১৪

টি-টোয়েন্টির ঘাটতির অবসানের আশা নান্নুর

১৫

পাকিস্তানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

১৬

পুঁজিবাজারের উন্নয়নে অর্থ উপদেষ্টার কাছে সুপারিশ জানাল ডিএসই-ডিবিএ

১৭

জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর লেখা হলো ‘জয় বাংলা’

১৮

বাবা মায়ের কবরের পাশে বিএনপি নেতা পারভেজ মল্লিক

১৯

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ 

২০
X