কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লাইলাতুল কদর চেনার আলামত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এ রাত হাজার বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিভিন্ন হাদিসে এ রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়।

রাসুল (সা.) বলেছেন, ‘আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে তা তালাশ করো।’

লাইলাতুল কদর বা শবে বরাতের রাত যদি নির্দিষ্ট থাকতো, তাহলে সবাই এ রাতের অপেক্ষায় থাকত, যা শরিয়তসম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে ২৬ রমজানের দিবাগত রাত অর্থাৎ ২৭ রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি।

নিশ্চিতভাবে শবে কদরের রাত লাভ করা সৌভাগ্যের বিষয়। কারণ একমাত্র আল্লাহতায়ালাই জানেন, সেই কাঙ্ক্ষিত রাত কবে আসবে।

রাসুল (সা.) রমজানের প্রথম ১০ দিন এবং মাঝের ১০ দিন ইতিকাফ করে বললেন, জিব্রাইল (আ.) এসে বলে গেলেন, লাইলাতুল কদর শেষের ১০ দিনে। আমার সঙ্গে যে ইতিকাফ করতে চায়, সে যেন শেষের ১০ দিনে ইতিকাফ করে।

এ হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারি–রমজানের শেষ ১০ দিনের মধ্যে শবে কদর।

মনিমান্বিত এ রাত চেনার আলামত

বিভিন্ন হাদিসগ্রন্থে কদরের রাত চেনার কিছু আলামতের কথা পাওয়া গেছে।

১. সে রাতে গভীর অন্ধকার থাকবে না। ২. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে। সে রাত হবে নাতিশীতোষ্ণ। ৩. মানুষ সে রাতে ইবাদত-বন্দেগিতে তৃপ্তি পাবে। ৪. এ রাতে কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক রাত সম্পর্কে জানাতে পারেন। ৫. এ রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। ৬. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।

শবে কদরের আলামত সম্পর্কে নবীজীর (সা.) বয়ান

হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘...ওই রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না। (মুসলিম : ১৬৭০)

নবীজি (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়। না গরম, না ঠাণ্ডা। সেদিন সূর্য উঠবে লালবর্ণে, তবে দুর্বল থাকবে।’ (ইবনে খুযাইমা : ২১৯২)

হজরত উবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘লাইলাতুল কদর শেষ ১০ রজনীতে রয়েছে। যে এই রাতে নিজের (আমলের) হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তায়ালা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর কদরের রাত্রি আছে বেজোড় রাত্রিগুলোতে : নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত।’

নবীজি আরও বলেন, ‘লাইলাতুল কদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি (সাকিনা) থাকবে। না ঠাণ্ডা, না গরম। সকাল পর্যন্ত (আকাশে) কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতোই সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া। শয়তান সে সময় বের হয় না।’ (মুসনাদ আহমাদ : ২২৭৬৫)

নবীজি (সা) আরও বলেছেন, ‘লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত। না গরম, না ঠাণ্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না।’ (মাজমাউজ জাওয়ায়িদ : ৩/১৭৯)

এ রাতে করণীয় আমল

১. মহিমান্বিত এ রজনীর সব নেয়ামত হাসিলের জন্য প্রথমেই শিরকমুক্ত ঈমান পরিশুদ্ধ নিয়ত ও বিদায়াতমুক্ত আমলের মাধ্যমে রাত যাপন করতে হবে। ২. কদর লাভের আশায় শেষ দশ দিনে ইতিকাফ করা। ৩. বেশি বেশি নফল নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ পড়া। ৪. কোরআন তেলাওয়াত করা। দোয়া-দরুদ, দান-সদকা ও তাওবা-ইসতিগফার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

‘দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো’

বনভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ৬

রেফারি বিতর্কে রিয়ালকে একহাত নিলেন বার্সা কোচ ফ্লিক

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই অসুস্থ

পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানালেন সেনাপ্রধান

ভারত-পাকিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব মুসলিম দেশের

বাবার দেশের হয়ে খেলতে পেরে গর্বিত বেন কারান

১০

বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে শিশু নিহত, আহত ৭

১১

পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে : কংগ্রেস নেতা

১২

পাহাড়ে জনপ্রিয় ‘বাউ ডাক’ বছরে ডিম দেয় ২৫০টি

১৩

‘জুলুম করে তাদের কাছে আবার ভোট চাইতে যাবেন কোন মুখে’

১৪

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা

১৫

বন্দুকযুদ্ধে নিহত ৬ / চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী

১৬

কাশ্মীরে হামলার নিরপেক্ষ তদন্তে পাকিস্তান উন্মুক্ত : শাহবাজ শরিফ

১৭

‘শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন’

১৮

সুখবর দিলেন মুশফিকুল ফজল আনসারী

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন

২০
X