কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:১১ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রোজা ভঙ্গের কারণ কী কী?

রোজা ভঙ্গের কারণ
যেসব কারণে রোজা ভাঙে | ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র রমজান মাসে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর রোজা রাখা ফরজ। রোজার গুরুত্ব এতই বেশি যে এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। তাই প্রতি বছর রমজান এলে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন।

তবে অনেক সময় খুব সাধারণ কারণে মানুষের মনে রোজা ভেঙে গেছে কি না, তা নিয়ে সংশয় দেখা দিতে পারে। এই লেখায় এমনই কয়েকটি সাধারণ প্রশ্ন ও এর উত্তর দেওয়া হলো।

ভুলে সূর্যাস্তের আগে খেয়ে ফেললে রোজা হবে কি?

এই প্রশ্নের উত্তর হলো ইসলামের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে খাওয়াদাওয়া ও সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের এক মিনিট আগেও যদি কেউ খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে।

তবে যদি কেউ সূর্যাস্তের এক ঘণ্টা আগে সূর্যাস্ত হয়েছে মনে করে খেয়ে ফেলে এবং পরে জানতে পারেন আসলে সূর্যাস্ত হয়নি, তাহলে সূর্যাস্ত পর্যন্ত খাওয়াদাওয়া থেকে বিরত থাকতে হবে।

পরে এই রোজা কাজা অর্থাৎ পুনরায় পালন করতে হবে। যদি কেউ ইচ্ছে করে জেনেশুনে সূর্যাস্তের আগে খেয়ে ফেলে তাহলে পরবর্তী সময়ে তাকে এই রোজাটি আবার করতে হবে। এ ছাড়া কাফফারাও দিতে হবে।

সফর অবস্থায় কি রোজা ভাঙার অনুমতি আছে?

ইসলামি শরিয়াহ অনুযায়ী সফরে রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে পরে এই রোজার কাজা আদায় করতে হবে। সবচেয়ে ভালো হয় সফরের সময় রোজা রাখা।

কেননা পরে কাজা আদায় করলেও রমজানের বরকত পাওয়া যাবে না। এই মাসালা কেউ কেউ এভাবে বলে থাকেন- ‘সফরের হালতে রোজা ভাঙা জায়েজ আছে।’ এভাবে বলা ঠিক নয়।

কেননা এতে ধারণা হয় যে সফর অবস্থায় রোজা আরম্ভ করার পরও তা ভেঙে ফেলা জায়েজ কিংবা রোজা শুরু করার পর সফরে রওনা হলে রোজা ভঙ করা জায়েজ। অথচ এটা ঠিক নয়। রোজা শুরু করার পর তা ভেঙে ফেলা ঠিক নয়।

যেসব কারণে রোজা ভেঙে গেলে কাজা-কাফফারা ওয়াজিব হয়

পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ হলেও অনেকে অনেক সময় রোজা রাখতে পারেন না। ইসলামে শর্তসাপেক্ষে রোজা না রাখা বা ভঙ্গ করার অনুমতিও আছে।

বিশেষ কারণে কেউ যদি রোজা না রাখতে পারেন তাহলে সেই রোজা রমজানের পরে কাজা আদায় করতে হবে। এ ছাড়া শরিয়াহ অনুমোদিত কোনো কারণ ছাড়া কেউ রোজা ভঙ্গ করলে তার জন্য কাফফারাও আবশ্যক (ওয়াজিব) হয়ে যায়।

রোজা ভঙ্গের কারণ

এক. রোজা অবস্থায় ইচ্ছা করে কোনো খাবার খেলে।

দুই. প্রিয়জনের মুখের থুতু ইচ্ছে করে গিলে ফেললে।

তিন. বিড়ি, সিগারেট বা হুঁকা ইত্যাদি খেলে।

চার. ইচ্ছা করে স্ত্রীর সঙ্গে সহবাস করলে। এ ক্ষেত্রে স্ত্রী স্বতঃস্ফূর্ত থাকলে তার ওপরও কাজা-কাফফারা ওয়াজিব হবে। আর স্ত্রী রাজি না থাকে তাহলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা নয়।

পাঁচ. কামভাবের সঙ্গে স্ত্রীকে স্পর্শ করল অথবা চুম্বন করল বা আলিঙ্গন করল, তবে বীর্যপাত হয়নি, কিন্তু সে মনে করল, রোজা ভেঙে গেছে। ফলে ইচ্ছাকৃত পানাহার করল, তা হলে তার ওপর কাজা এবং কাফফারা উভয়ই ওয়াজিব হবে। (বাদায়িউস সানায়ে ২/৫৫৮)

ছয়. কেউ গোঁফে তেল লাগালে আর মনে করল রোজা ভেঙে গেছে, অতঃপর ইচ্ছাকৃত আহার করল, তা হলে তার ওপর কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। (বাদায়িস সানায়ে ২/২৫৮)

সাত. বিনা ওজরে একই রমজানে এক বা একাধিক রোজা রাখার পর ভেঙে ফেললে একটি কাফফারা ওয়াজিব হবে। আর রোজাগুলো একাধিক রমজানের হলে প্রত্যেক রমজানের জন্য এক একটি করে কাফফারা ওয়াজিব হবে। (রদ্দুল মুখতার: ৩/৩৯১)

কাফফারা আদায়ের পদ্ধতি

কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা আদায় করা। আর কাফফারা হলো ৬০টি রোজা অতিরিক্ত আদায় করা।

একজন মানুষ তিনভাবে কাফফারা আদায় করতে পারবেন

১. প্রথমত, একজন দাস মুক্ত করা

২. দ্বিতীয়ত, ধারাবাহিকভাবে ৬০টি রোজা পালন করা

৩. তৃতীয়ত, ৬০ জন মিসকিনকে দুই বেলা তৃপ্তিসহকারে খাওয়ানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মন্ত্রণালয়কে উপদেষ্টার জরুরি নির্দেশনা

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘুণপোকা ধরা রাজনীতির চেয়ার সংস্কার প্রয়োজন : ব্যারিস্টার ফুয়াদ

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

তীব্র গরম থেকে কবে মিলবে মুক্তি, জানাল আবহাওয়া অফিস

কানাডায় উৎসব চলাকালীন গাড়িচাপায় বহু হতাহত

স্কুল ভবনের ছাদে বোমাসদৃশ বস্তু, কারণ খুঁজছে পুলিশ

বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১০

বিশ্বে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে বাংলা নববর্ষ 

১১

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার

১২

নৌকার প্রতিকৃতি ভাঙলেন গোপালগঞ্জের আ.লীগ নেতা

১৩

বড় শাস্তির মুখে রিয়াল ডিফেন্ডার রুডিগার

১৪

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৯

১৫

ঝড়ে লন্ডভন্ড রংপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯ ইউনিয়ন

১৬

পরীক্ষায় খাতা দেখতে না দেওয়ায় মারধর, শিক্ষার্থীর মৃত্যু

১৭

চালকলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা চাল

১৮

তাহলে কী ব্রাজিল ডাকছে আনচেলত্তিকে?

১৯

সীমান্তে বিএসএফের গুলিতে ‘বাংলাদেশি’ নিহত

২০
X