সরস্বতী পূজা আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দেবী আরাধনায় মেতে উঠেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
দেশের বিভিন্ন বিদ্যাপীঠগুলোতে পূজা উপলক্ষে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার আয়োজন মঙ্গলবার রাতেই শেষ হয়েছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলা প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতারা বলেন, সরস্বতী শান্তির বার্তাবহ, এই দিনের তাৎপর্য ও চেতনা সারা বিশ্বে
ছড়িয়ে দিতে পারলে কোথাও হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের অস্তিত্ব থাকার কথা নয়।
দেবীকে আরাধনার মহা ধুমধামে আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে।
হল প্রশাসন জানায়, মাঠে ৬৯টি, কেন্দ্রীয়ভাবে ১টি, হলের পুকুরে ১টি ও কর্মচারীদের ১টিসহ মোট ৭২ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
জগন্নাথ হল প্রাধ্যক্ষ ড. মিহির লাল সাহা বলেন, পূজা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর থাকবে বাঙালি উৎসব।
এদিকে জাতীয় প্রেস ক্লাব, সচিবালয়, বরদেশ্বরী কালীমাতা মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজসহ বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে এবারও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন