পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (৩১ মার্চ)। খবর খালিজ টাইমস।
বিবৃতিতে বলা হয়, দেশটির বৃহত্তম দুই শহর সিডনি ও পার্থে ২৯ রমজানে চাঁদ দেখা সম্ভব নয়। জ্যোতির্বিদ্যা ও চাঁদের অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, ২৯ মার্চ সূর্যাস্তের পর সিডনিতে রাত ৯টা ৫৭ মিনিটে এবং পার্থে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদ দেখা যাবে।
যেহেতু উভয় শহরে সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে, তাই ওইদিন চাঁদ খালি চোখে দেখার সুযোগ নেই। ফলে ৩০ মার্চ হবে রমজানের শেষ দিন এবং সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল স্থানীয় পর্যবেক্ষণ ও বৈশ্বিক সিদ্ধান্তের ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে। তারা আরও জানিয়েছে, চাঁদ দেখার ক্ষেত্রে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ইসলামি শরিয়তের নিয়ম অনুসরণ করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও শনিবার (২৯ মার্চ) সন্ধ্যার পর ঈদের চাঁদ অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
তবে জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২৯ মার্চ মধ্যপ্রাচ্যেও চাঁদ দেখা অসম্ভব হতে পারে। তাই দেশগুলোর সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।
এ বছর চাঁদ দেখা নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন পার্থক্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশে ঈদের চাঁদ নিয়ে চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। তবে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। যদি মধ্যপ্রাচ্যে সোমবার (৩১ মার্চ) ঈদ হয়, তাহলে বাংলাদেশে ঈদ হতে পারে মঙ্গলবার (১ এপ্রিল)। তবে সবকিছু নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
মন্তব্য করুন