কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসীরুল কোরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) সিলেটের এমসি কলেজ ময়দানে আয়োজিত মাহফিলে যোগ দেবেন তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আজহারি নিজেই।
মাহফিল হবে ৯, ১০ ও ১১ জানুয়ারি। ৩ দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ড. মিজানুর রহমান আজহারি।
এদিকে তার মাহফিল ঘিরে ইতোমধ্যে সিলেটের এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষের পথে। এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। এই মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের।
মাহফিলের আয়োজকরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ৫ লাখের বেশি মুসল্লির সমাগম হবে এখানে। তাদের নিরাপত্তা ও সুব্যবস্থার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে। মাঠের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষের দিকে।
মিজানুর রহমান আজহারি ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর দেশে ফেরেন ড. মিজানুর রহমান আজহারি। এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়ান যান। এরপর ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তাকে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যায়। পরে আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।
মন্তব্য করুন