ইতালির বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল মিলানে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যাপক সংখ্যক প্রবাসী নেতারা অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কনস্যুলেটের সব কর্মকর্তা ও কর্মচারী ওই পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনের দ্বিতীয়ার্ধে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের নেতৃত্বে কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। মহান মুক্তিযুদ্ধ ও ২৬ মার্চের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনস্যুলেট মিলনাতয়নে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলানসহ উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তিনজনকে ও ব্যক্তি পর্যায়ে দুজনকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
কনস্যুলেট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফল নেতৃত্বের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন, জাতির জনকের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় আমদের স্বাধীনতা।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের প্রত্যেককে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে পরিণত করতে হবে। তিনি কূটনৈতিক অঙ্গণে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। এ ছাড়াও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। তিনি স্বাধীনতাকে অর্থবহ করে তোলার লক্ষ্যে এবং বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা কূটনীতি ও বিজ্ঞানমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে এম জে এইচ জাবেদ বলেন, কনস্যুলেটের উদ্যোগে ইতালির ত্রিয়েস্তেতে খ্যাতিমান পদার্থবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতিধন্য The International Centre for Theoretical Physics-এর সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ উদ্যোগ বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, ইতালিতে বাংলাদেশের একটি পেশাজীবী শ্রেণি গড়ে তোলার লক্ষ্যে কনস্যুলেটের উদ্যোগে The Association of Bangladeshi Students in Northern Italy (ABSNI) কাজ করছে। মহান স্বাধীনতার সুফল পেতে একটি সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে প্রবাসীদের অবদান রাখার জন্য এম জে এইচ জাবেদ বিশেষভাবে আহ্বান জানান।
পরিশেষে, মিলানের রিপামন্তি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কবির আহমেদ বিশেষ দোয়া পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ‘অসাম্প্রদায়িক, বিজ্ঞান-মনস্ক স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের জন্য একটি বিশেষ দোয়া পরিচালনা এবং ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
মন্তব্য করুন