কার্ড দিয়ে দেশের বাইরে থেকে যে কোনো ধরনের ক্যাশ উত্তোলন বন্ধ করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। রোববার রাতে গ্রাহকদের এসএমএস দিয়ে তথ্যটি জানায় ব্যাংকটি।
এতে বলা হয়, ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের উত্তোলন স্থগিত করা হয়েছে। তবে ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যে কোনো বৈধ কেনাকাটা করা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ও জনসংযোগ কর্মকর্তা ইকরাম কবীর কালবেলাকে বলেন, এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না। আগামীকাল যোগাযোগ করেন।
মন্তব্য করুন