সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনপ্রিয় বিগ টিকিট লটারি জিতে রাতারাতি লাখপতি হয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বিগ টিকিটের সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকার সমপরিমাণ।
লটারি জয়ীদের একজন হলেন ৫২ বছর বয়সী বাংলাদেশি আবু মনসুর আলী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং শহরটিতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো দুবাই যান। সে বছরই শুরু হয়েছিল বিগ টিকিট লটারির যাত্রা। তিন দশকের বেশি সময় পর এবার সেই লটারিতেই বড় পুরস্কার জিতলেন তিনি।
লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নেবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
অপর বিজয়ী হলেন ৩০ বছর বয়সী কাতার প্রবাসী রহমত উল্লাহ। তিনি কাতারে একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। মাত্র ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর পাঁচ বন্ধু মিলে শুরু করেন টিকিট কেনা। সৌভাগ্য তাদের দরজায় কড়া নাড়ে সম্প্রতি অনুষ্ঠিত সাপ্তাহিক ড্রতে।
ড্র-তে জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত উল্লাহ নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।
দুবাইয়ে জনপ্রিয় লটারিগুলোর মধ্যে বিগ টিকিট লটারি অন্যতম। প্রতিদিন হাজারো প্রবাসী এই লটারি কিনে ভাগ্য বদলের আশায় থাকেন। প্রতি বৃহস্পতিবার বিগ টিকিটের সাপ্তাহিক ড্র অনুষ্ঠিত হয় এবং পাঁচ সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
মন্তব্য করুন