ইতালির রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রোমের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মুসলিম কমিউনিটি সেন্টারের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি।
ইফতার মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অলি উদ্দিন শামীম।
সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাছেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের ৫নং মিউনিসিপিও কাউন্সিলর তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান মো. রিয়াদ হোসেন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, আনকোনা কমুনির আজুন্ত কাউন্সিলর সোহেল আহমেদ, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন বিমাসের সভাপতি মুক্তার হোসেন মার্ক, বিশ্ব সংগীত কেন্দ্র ইতালির কাজী জাকারিয়া।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের কার্যকরী কমিটিকে সবার মাঝে পরিচয় করে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লুৎফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা।
মন্তব্য করুন