সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সামজিক সংগঠন জিরো-টু জিরো-ফোর আমিরাত ফ্রেন্ডস টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৬ মার্চ) আবুধাবির মুসাফফাহ ইন্ডাস্ট্রিয়াল জোন এম-৪০ এর শ্রমিক পল্লীতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শিল্প নগরের মুসাফফাহর আল রাশা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনের আহ্বায়ক ছিলেন রিয়াজুল ইসলাম টুটুল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াসিন আরাফাত, নাজিম উদ্দীন পাটোয়ারী, রাজিবুল ইসলাম, নূর মোহাম্মদ, লোকমান হোসেন, নূর জাহেদ, সাজেদুল ইসলাম, ফখরুল ইসলাম ও ইলিয়াস হোসেন।
আয়োজক স্বেচ্ছাসেবীরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এতে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে ৫০০ ইফতার প্যাকেট এবং সুগন্ধী আতর উপহার হিসেবে বিতরণ করেন।
উল্লেখ্য, জিরো টু জিরো ফোর ইউএই টিম (এসএসসি-২০০২ এইচএসসি-২০০৪, বাংলাদেশ টিমের ইউএই শাখা)। ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশন ক্যাম্প, শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবাসহ দেশে ও প্রবাসে নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। অনলাইন ভিত্তিক সংগঠনটিতে ৫০ হাজারের বেশি সদস্য রয়েছে।
মন্তব্য করুন