সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন রাইসুল নামে এক প্রবাসী। সোমবার (১৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
মৃত রাইসুলের প্রবাসী চাচা মো. আবুল বাশার ও স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাইসুল নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামের সিরাজের ছেলে।
আবুল বাশার জানান, তিনি সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন। লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙলে রুম থেকে বাইরে গিয়ে দেখেন টিকটক লাইভে প্রেমিকাকে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ভাইপো রাইসুল। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তখন ও টিকটকে লাইভে প্রেমিকা যুক্ত ছিল। দুই সন্তানের জননী প্রেমিকা জর্ডান প্রবাসী।
আইনি প্রক্রিয়ার শেষে তার মৃতদেহ দেশে পাঠাবে বলে জানান স্থানীয় পুলিশ।
মন্তব্য করুন