আরব আমিরাতের আকাশে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে যে, রমজান মাসের চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে, যা বিশ্বের প্রথম দেশ হিসেবে এটি করেছে। পবিত্র রমজান উপলক্ষে আমিরাতের সড়কগুলো বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। বিপণিবিতানগুলোয় বিশেষ মূল্যহ্রাস ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন