সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন

মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাতীয় শহীদ দিবস’ উদযাপন। সৌজন্য ছবি
মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাতীয় শহীদ দিবস’ উদযাপন। সৌজন্য ছবি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কম্যুনিটি ফাউন্ডেশনের উদ্যোগে এ উদযাপন করা হয়।

শুরুতেই অতিথিরা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে অমর একুশে উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষক জোবাইদা আলী, মিতা পারভীন এবং নাসিমা খান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে স্কুলের শিক্ষার্থী সুমাইয়া হক। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের মাগফিরাতের জন্যে দোয়া করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কম্যুনিটি ফাউন্ডেশনের সভাপতি ড. মোল্লা মো. রাশিদুল হক।

তিনি স্কুলের শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা রক্ষায় এর প্রয়োজনীয়তা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এর ভূমিকা, ইত্যাদির ওপর আলোকপাত করেন ও পরবর্তী প্রজন্মের জন্য ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

ওনি সমাজ ও দেশের স্বার্থে করা মেলবোর্ন বাংলাদেশি কম্যুনিটি ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরেন ও মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিদের ও মেলবোর্ন বাংলা স্কুলের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়া তিনি মেলবোর্নের মেরি-বেক কাউন্সিলে একটি আন্তর্জাতিক মাতৃভাষা মনুমেন্ট তৈরিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সবার জন্যে এরপর অমর একুশের ওপর এক প্রামাণ্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার উইলস অঞ্চলের ফেডারেল এমপি পিটার খলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড।

আরও বক্তব্য রাখেন স্থানীয় মেরি-ব্যাক সিটি কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর স্যু বোল্টন এবং লেবার পার্টির নেতা হাসান গুল। তারা ব্যক্তি ও সামাজিক জীবনে মাতৃভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলা ভাষার ইতিহাস জানতে পেরে বাংলাভাষীদের ভাষার জন্যে জীবন ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা তাদের ছোটবেলায় ইংরেজির পাশাপাশি আরবি, ইটালিয়ান ইত্যাদি ভাষা শিক্ষার কথা স্মরণ করেন। স্থানীয় পাঠাগারে বাংলা বই সরবরাহ ছাড়াও ভবিষ্যতে বাংলা ভাষা শিক্ষা ও বাংলাদেশি কম্যূনিটির সব ধরনের সাহায্যে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

এরপর শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করেন ফেডারেল এমপি পিটার খলিল এবং স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হয় আয়েশা, দ্বিতীয় হয় তাহির, ও তৃতীয় হয় জাইন। মধ্যম বয়সীদের মধ্যে প্রথম হয় জাফিরা, দ্বিতীয় হয় মাশরুর ও তৃতীয় হয় আলীনা এবং নালিহা। এবং বড়দের মধ্যে প্রথম হয় টিয়ানা। তা ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট ও বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত জাতীয় সঙ্গীত ও অমর একুশের গান গেয়ে শোনায় মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন ছড়া ও কবিতা আবৃত্তি করে ও গান গেয়ে শোনায় মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষে সবাইকে অনুষ্ঠানে আসার জন্যে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ড. মোল্লা মো. রাশিদুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. মোল্লা মো. রাশিদুল হক, ড. মাহবুবুল আলম, মাসুম কবির, মো. হাসান, মিতা পারভীন, জোবাইদা আলী, ড. মোসাম্মাৎ নাহার, নাসিমা খান, কানন হোসাইনসহ আরও অনেকে।

সহযোগিতায় ছিল স্কুলের ছাত্রছাত্রী সুমাইয়া হক, মানহা মাহবুব, ইফতিখার হোসাইন, সাদ হকসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে দুপুরের আহার উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা লুট

ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

ইজিবাইকের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ বাহিনীপ্রধান ও রাজনীতিবিদরা

‘মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব’

ডব্লিউএইচও ও এফসিটিসি নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক

আশুলিয়া-সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

রাজশাহীতে ডেভিল হান্টের তিনজনসহ গ্রেপ্তার ১৬ জন

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সীমান্তে যুবক আটক

তামাকের আগ্রাসন দীঘিনালায়, হুমকিতে জনস্বাস্থ্য

১০

যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১২

দক্ষিণ ঢাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেব না : ইশরাক

১৩

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান

১৪

কোহলির শতরানে পাকিস্তানের স্বপ্নভঙ্গ

১৫

জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টির দ্বিপক্ষীয় বৈঠক

১৬

ফাঁকা পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, বারান্দায় খড়ের স্তূপ

১৭

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার

১৮

জঙ্গি নাটকে পাঁচ বছর কারাগারে খুবির দুই শিক্ষার্থী

১৯

স্টুডিওতে ছবি তুলতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ মাদ্রাসাছাত্রীর

২০
X