যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি পুনর্গঠন করা হবে। কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ সিদ্ধান্ত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনে এ বিষয়ে একটি সাংগঠনিক সভা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভার সিদ্ধান্ত মোতাবেক সব জোনাল কমিটি পুনর্গঠনের লক্ষ্যে প্রতিটি জোনাল কমিটি থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী মেম্বারশিপ সংখ্যা কমপক্ষে ২০০ করে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ সদস্যদের বিস্তারিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দপ্তরে জমা দেওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
মন্তব্য করুন