মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। ছবি : কালবেলা

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। কর্মদক্ষতা, অধিক শ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশটির শ্রমবাজারে অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশি কর্মীরা। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিমের দেওয়া তথ্যে জানা যায়, দেশটির শ্রমবাজারে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছে।

সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে বৈধভাবে কর্মরত আছেন, সংখ্যার বিচারে যা সর্বোচ্চ। এই শ্রমবাজারে দ্বিতীয় অবস্থানে আছেন ইন্দোনেশিয়ানরা যাদের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১০৮ জন, তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল ৩ লাখ ৭০ হাজার ১২৭ জন কর্মী রয়েছে তাদের।

মানবসম্পদমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় মোট অভিবাসী কর্মীর সংখ্যা ২৩ লাখ ৬৮ হাজার ৪২২ জন, যা দেশটির মোট কর্মীর ১৪ শতাংশ। সংসদে জামাল উদ্দিন ইয়াহিয়া নামে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম।

মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে শ্রমবাজার। সরকারের নীতিতে যে ১৫ শতাংশ বিদেশি কর্মীর সংখ্যা নির্ধারিত আছে তা অতিক্রম করেনি বলেও মন্তব্য করেন তিনি। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও চলমান আছে বলে জানান সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রী।

এ সময় শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে নিয়োগ কর্তাদের বিরুদ্ধে ৬৮৯টি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে ৩৫২টি আদালতে তোলা হয়েছে বলেও জানান মানবসম্পদমন্ত্রী। প্রতিষ্ঠানগুলো শ্রম আইন মেনে চলছে কিনা এ নিয়ে শ্রম বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করে আসছে উল্লেখ করে আইন লঙ্ঘনের সুযোগ কারোরই নেই বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, শ্রম আইন পর্যবেক্ষণে মালয়েশিয়াজুড়ে শুধু ২০২৪ সালে ২১ হাজার ৫৭৩টি অভিযান পরিচালিত হয়েছে যার মধ্যে ৩৭৮৮টি আমলে নিয়ে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৯৯৯১টি অভিযোগ পাওয়া গেছে এবং ৯৭২৬টি অভিযোগ সুরাহা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এ সময় মানবপাচার, জোর করে কর্মীদের কাজ করানোসহ বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় সব সময় তৎপর বলে মন্তব্য করেন, মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম।

উল্লেখ্য, সবশেষ কলিং ভিসায় নানা অনিয়ম আর অভিযোগের মধ্যেও ৪ লাখ ৭৫ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় এসেছে এর মধ্যে বেশিরভাগই নির্মানখাতে। একই সময়ে মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফিরেছেন লক্ষাধিক কর্মী। বিভিন্ন সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর মোট সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও এবার তার সঠিক একটি সংখ্যার হিসাব পাওয়া গেল মানবসম্পদমন্ত্রীর বক্তব্যে। তবে বৈধ কর্মীর সংখ্যা জানা গেলেও কাগজপত্রবিহীন কতজন বাংলাদেশি মালয়েশিয়ায় আছেন তা এখনও স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় দুর্ঘটনায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ৮

ভারতীয় হাইকমিশনারকে তলব

পপিকে হত্যার জন্য খুনি ভাড়া করেছিল পরিবার  

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে ভাঙচুর-আগুন

এবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন

হাবিপ্রবিতে মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক ভাঙল শিক্ষার্থীরা

পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে মোদি সরকার

এবার আমুর বাড়িতে ভাঙচুর

৩২ নম্বরে ভাঙচুর, কী বলছে ছাত্রদল?

ধানমন্ডি বত্রিশে গরুর মাংস খাওয়ানোর উদ্যোগ

১০

ধানমন্ডি ৩২ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১১

জবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও উপাচার্যকে স্মারকলিপি

১২

ইউজিসির সাবেক সচিব ফেরদৌস জামান সাময়িক বরখাস্ত

১৩

স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী উ শৈ সিংয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

ছেলেসহ জাহিদ মালেকের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ  

১৫

‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন

১৬

রাজধানীর ধানমন্ডি বত্রিশে আনা হলো গরু

১৭

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

১৮

পিকনিকের বাস থেকে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

১৯

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির ২ স্মার্ট ওয়াচ

২০
X