বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় লন্ডনে দোয়া মাহফিল হয়েছে। একই সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় রাত ৮টায় পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ। এ সময় বিএনপির সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপুর স্বাগত বক্তব্য দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিশিষ্ট কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটে কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, আতিক চৌধুরী পাপ্পু ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আমির হোসেনসহ আরও অনেক। অনুষ্ঠান পরিচালনা করেন সালেহ গজনভি ও সুরমা খান।
সভায় প্রধান অতিথি ড. এনামুল হক চৌধুরীর বলেন, বিগত ১৭ বছর তারেক রহমানে নেতৃত্বে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম হয়েছে তারই ধারাবাহিকতা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশ হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জনে অবিলম্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দেশ সুযোগ দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ।
মন্তব্য করুন