কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘কুয়েত-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে যুক্ত’

কুয়েতস্থ দূতাবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
কুয়েতস্থ দূতাবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

‘কুয়েত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত’ বলে মন্তব্য করেছেন কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়েতস্থ হোটেল মিলেনিয়ামের আল তাজ বলরুমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের জন্য এবং কুয়েত-বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ এবং তার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুয়েতে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উন্নয়নের বিষয়ে আলোকপাত করে ব্রিগেডিয়ার জেনারেল রাকিব বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। পেশাদার সশস্ত্র বাহিনী হিসেবে, বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের ব্যানারে সর্বাধিক সৈন্য প্রেরণকারী দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে বাংলাদেশ গর্বের সঙ্গে তার অবস্থান ধরে রেখেছে। এ ছাড়াও, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ সামরিক কন্টিনজেন্ট ১৯৯১ সাল থেকে কুয়েতে মোতায়েন রয়েছে এবং কুয়েতের গঠনমূলক ও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে জড়িত থাকার মাধ্যমে কুয়েত সশস্ত্র বাহিনীকে সহায়তা করে যাচ্ছে।

তিনি গর্ব করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব, বিশ্বস্ততা ও আস্থার প্রতীক। জাতিগঠন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের প্রতিটি নাগরিক কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে।

রাষ্ট্রদূত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীর সৈনিক এবং সাধারণ জনগণের সীমাহীন আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান ব্যক্ত করেন। এ ছাড়াও তিনি কুয়েত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের গেস্ট অব অনার মেজর জেনারেল আহমাদ রাশেদ আল শানফা কুয়েতে বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

এই অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমাদ রাশেদ আল শানফা গেস্ট অব অনার এবং কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েতের কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্যরা, কুয়েতে নিবাসী বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেরা, কুয়েতে নিয়োজিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তারা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

এনসিপির বরিশাল অঞ্চলের দায়িত্ব পেলেন শান্ত 

সেনাবাহিনীকে হামলার ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা চবির হাজারও শিক্ষার্থীর

কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে টাকা ছিনতাই, অতঃপর...

১১ বছর ধরে ভাত না খাওয়া নিজাম উদ্দিন অসুস্থ, তারেক রহমানের উদ্যোগ

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগীদের মাঝে গো-খাদ্য বিতরণ

‘রিয়াল আগে আমাদের হারাক, তবেই কথা বলুক’

১০

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক

১১

ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে তেলবাহী ট্রাক লুট

১২

রাজউক চেয়ারম্যানকে এবি পার্টির ২৮ দফা প্রস্তাব

১৩

এমএনপি সেবায় গতি আনতে কর প্রত্যাহার ও মাস্কিং সুবিধা চালুর আহ্বান

১৪

টিভি চ্যানেলে আমাকে ১৩ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল : তথ্য উপদেষ্টা

১৫

‘প্রায় চ্যাম্পিয়ন’ না এবার সত্যিই ইউরোপ সেরা হবে আর্সেনাল?

১৬

বেবিচক তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : চেয়ারম্যান

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

১৮

তিন ঘণ্টা নিজ দপ্তরে অবরুদ্ধ এনবিআর চেয়ারম্যান

১৯

আদালত চত্বরে জামাই-শ্বশুরের মারামারি

২০
X