সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইয়ের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার রাতে দুবাইয়ের একটি অভিজাত হোটেলে মুহাম্মদ ইসমাইলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় ও প্রেসক্লাব ইউএর সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
প্রধান অতিথি প্রেসক্লাবের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের প্রশংসা করেন এবং সার্বিক আশ্বাস দেন। অভিষেকে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার ও কলামিস্ট মীর আব্দুল আলীম।
জাতীয় প্রেসক্লাব সভাপতি তার বক্তৃতায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।’
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সম্পাদক ও সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, ওলংগং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জিনাত রেজা খান। উপস্থিত ছিলেন, দুবাই পুলিশের সিনিয়র অফিসার ক্যাপ্টেন খালেদ আল হাসমি, কনস্যুলেটের লেবার কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর কাজী ফয়সাল, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইয়ের রিজিউনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াকুব সুনিক।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সদস্যবৃন্দ, কনস্যুলেট কর্মকর্তা, সাতটি প্রদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ মে সভাপতি পদে এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ আসিফসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি বিভিন্ন পদ নির্বাচনে জয় লাভ করে।
মন্তব্য করুন