ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের (ডব্লিউটিএ) টানা পঞ্চমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে মালদ্বীপ।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পর্তুগালের মেরিডায় আয়োজিত ৩১তম (ডব্লিউটিএ)-এর গ্র্যান্ড ফিনালে মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল পর্যটনের ‘অস্কার’ খ্যাত এই পুরস্কার গ্রহণ করেন।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, নীল পানির বেষ্টনীতে সাদা বালুচর পর্যটকদের কাছে ভূস্বর্গ নামে পরিচিত মালদ্বীপ।
দেশটির পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল বিশ্বসেরা এই পুরস্কারটি গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স) পোস্টে জানান, এই অর্জনটি মালদ্বীপের পর্যটন শিল্পের প্রত্যেকের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। এই সাফল্যগুলো মালদ্বীপের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। প্রতিটি স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টার ফল। যেমন, হোটেল মালিক এবং ডাইভ অপারেটর থেকে শুরু করে এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, আতিথেয়তা কর্মী, ট্যুর গাইড এবং স্থানীয় সম্প্রদায়গুলো।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ডব্লিউটিএ হলো বিশ্বব্যাপী ভ্রমণ ও পর্যটন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার, যা বিশ্বব্যাপী পর্যটন শিল্পের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত।
এ ছাড়াও চলতি বছরের শুরুতে মালদ্বীপ বিশ্ব ভ্রমণ পুরস্কারের ইন্ডিয়ান ওশান ক্যাটাগরিতেও উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) চলাকালীন, অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মালদ্বীপ ভারত মহাসাগরীয় বিভাগে লিডিং ডেস্টিনেশন, লিডিং হানিমুন ডেস্টিনেশন, লিডিং গ্রিন ডেস্টিনেশন এবং লিডিং ডাইভ ডেস্টিনেশন অ্যাওয়ার্ডও জিতেছে।
মন্তব্য করুন