দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ডারবানের পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে লাগা আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
আগুনে পুড়ে মারা যাওয়া দুজন হলেন- দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন। দেলোয়ার হোসেন ফেনীর মহিপালের বাসিন্দা ও বেলাল হোসেন নোয়াখালী বেগমগঞ্জের আলীপুরের বাসিন্দা বলে জানা যায়।
বুধবার রাতে পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার মধ্যে দুটি দোকান বাংলাদেশি মালিকানাধীন। একটি দোকানে রাত্রিযাপনকালে দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন পুড়ে মারা যান। ফায়ার সার্ভিস বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে ছাই হয়ে যাওয়া ২টি কংকাল উদ্ধার করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কারণ জানা যায়নি।
এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।
মন্তব্য করুন