মালয়েশিয়ার পাহাং রাজ্য কুয়ানতান শহরে প্রাথমিকভাবে ১৪০ জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃত সবার নথিপত্র চেক করে বিভিন্ন অপরাধের দায়ে বাংলাদেশিসহ ৬৩ বিদেশিকর্মী গ্রেপ্তার হয়েছে।
স্থানীয় সময় রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ইমিগ্রেশনের একটি বিশেষ টিম কুয়ানতান শহরের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে কম্বোডিয়ার ২ জন, মায়ানমারের ৩৪ জন, বাংলাদেশের ৩ জন, নেপালের ৩৪ জন এবং ১ জন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫)(বি) -এর অধীনে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অবৈধ অভিবাসীকর্মীদের অবস্থান সম্পর্কে স্থানীয় নাগরিকদের তথ্য দেওয়ার আহ্বান করেন জেআইএম নেগেরি পাহাং।
শেষ তথ্য অনুযায়ী সব আটককৃতদের তদন্ত ও রিমান্ডের জন্য কেমায়ন ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মন্তব্য করুন