কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন’

এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন বলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ছবি : কালবেলা
এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন বলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (০৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজয় একাত্তর মিলনায়তনে আয়োজিত মালয়েশিয়ান শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমারেন্ডাম অব কোলাবেরেশন স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আত্মসামাজিক উন্নয়ন ও কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। এক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য ১ জানুয়ারি ২০২০ থেকে বৈধভাবে গমনকৃত সব বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া গমনের পর এফডব্লিউসিএসের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি অরগানাইজেশন থেকে আবশ্যিকভাবে নিবন্ধিত হয়ে মেডিকেল বেনিফিট, টেম্পোরারি ডিজেবলমেন্ট বেনিফিট, পার্মানেন্ট ডিজেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্ট ডিজেবলমেন্ট বেনিফিট, ফার্নাল বেনিফিট, কনস্ট্যান্ট অ্যাটেনডেন্স অ্যালাউন্স, রেবেলিটেশন ফেসিলিটি ইত্যাদি সুবিধা পাবেন।

এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ান কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণ মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমোরেন্ডাম অব কোলাবরেসন এমওসি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে পারকস-এর গ্রুপ চিপ এক্সিকিউটিভ অফিসার দাতো শ্রী ড. মোহাম্মদ আজমান ব্নি মোহাম্মদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারকস ও প্রতিনিধি দলের সদস্যগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনস্যুলার ও ওয়েলফেয়ার শাহ মোহাম্মদ তানভীর মনসুর, প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলমসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাতের মঞ্চে আমির হামজা

ঝালকাঠিতে কাস্টমস কর্মকর্তা ও প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

নিরাপদ বাংলাদেশ চাই এর উদ্যোগে / আবরারের শাহাদাতবার্ষিকীতে ‘সংহতি সমাবেশ’ সোমবার

ম্যানসিটির অনুরোধে ইপিএলের না

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে ড. কামালের শোকবার্তা

সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিশিষ্টজনদের

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জানিয়েছে বিএনপি

নায়ক আমার শোবার ঘরে আসতে চাইতেন : মল্লিকা

১০

দানিয়েল কি হতে পারবেন বাবা-দাদার মতো কিংবদন্তি?

১১

এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির

১২

ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা

১৩

স্বাস্থ্য উপদেষ্টা হলে আহতদের জন্য যা করতেন পিনাকী

১৪

আগে সংস্কার, পরে নির্বাচন : জামায়াত

১৫

১৭ বছর আগের রহস্য নিয়ে আসছে ‘চক্র’

১৬

লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে যোদ্ধাদের

১৭

বাংলাদেশের রাজনীতি এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে : জাপা মহাসচিব

১৮

মেসির সঙ্গে বার্সায় ফিরছেন অনেক কিংবদন্তি!

১৯

আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে : জামায়াত আমির

২০
X