কুয়েতে থাকা মজিবর রহমান (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টায় দেশটির মিনা আব্দুল্লাহ কোম্পানীর ব্যাকের সামনে পার্ক থাকা গাড়িতে এ ঘটনা ঘটে।
মজিবর রহমান মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামের সৈয়দ আলী মাদবরের ছেলে।
জানা যায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় মজিবরের। পরবর্তী সময়ে বিষয়টি মানসিক যন্ত্রানায় রুপান্তরিত হয়। এ মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস নেন মজিবর রহমান।
মজিবর রহমানের চাচাতো ভাই কুয়েত প্রবাসী নাহিদ খান জানান, মজিবর রহমান প্রায় ৬ বছর কুয়েত ন্যাশনাল কোম্পানির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। চার মাস পূর্বে মজিবর রহমান দেশে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে দেশে রেখে পুনরায় কুয়েতে আসেন তিনি।
স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে এ আত্মহত্যা হতে পারে জানান মজিবরের চাচাতো ভাই নাহিদ খান।
এদিকে কুয়েতে মজিবরের মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মজিবরের স্বজনরা।
মন্তব্য করুন