ইতালিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনটি উপলক্ষে ইতালির ভিচেন্সার শাখা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নেতারা সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করেন।
প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিকদার মোহাম্মদ কায়েস, কাজী সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সর্দার মামুন, প্রধান বক্তা রফিকুল ইসলাম মান্না সরদার। গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইমরান খান, জাফর আহমেদ, কামাল মাঝি, শরীফ আহমেদ, নজরুল ইসলাম উজ্জ্বল, আনিসুর রহমান, জাকির হোসেন, পারভেজ সরকার, রবিন সরকার, ইদ্রিস আলী, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ নেতা।
আব্দুল্লাহ আল মামুন, রাসেল, ইমরান, কবির হোসেন, বেল্লো মামুন, মীর ইসমাইল, মিহাদ হাসান নয়ন, মোহাম্মদ আরিফ, সাইফুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আরিফ, হেদায়েত আলী মিঠু, বরকত উল্লাহ, সোহেল আহমেদ, সারেং সোহেল, সবুজ হোসেন, আফতাব উদ্দিন শাকিল প্রমুখ।
নেতাদের সার্বিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ উপভোগ করেন এবং সবশেষে কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আব্দুল করিম সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, প্রবাসে সব রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দোয়া এবং অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার যেন দেশে একটি সুন্দর রাজনৈতিক সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে সেজন্য দোয়া করা হয়। দোয়া শেষে পরিবার-পরিজন নিয়ে আগত অতিথি ও সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
মন্তব্য করুন