অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু হলো বাংলা ভাষায় প্রথম ও পূর্ণাঙ্গ ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডটকমের। গতকাল শনিবার মেলবোর্নের মেরিবিরনং কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ওয়েবসাইটটিতে সারা বিশ্বের বাংলাভাষী রোমাঞ্চ ও ভ্রমণপ্রিয় মানুষের ভ্রমণসংক্রান্ত লেখা, নিবন্ধ ও ছবি প্রকাশ পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী কামরুল চৌধুরী কামরুল চৌধুরী বলেন, মেলবোর্ন থেকে বাংলা ভাষায় প্রথম ভ্রমণ ম্যাগাজিন ও ওয়েবসাইটের যাত্রা এক অনন্য ঘটনা। সারা বিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ নতুন উদ্যমে তাদের লেখনীর মাধ্যমে এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবেন।
অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান CSIRO-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিজ্ঞানী ড. নওশাদ হক বলেন, ঘুরুঞ্চির নানা উদ্যোগ তিনি কাছ থেকে দেখেছেন। নতুন করে ভ্রমণ ওয়েবসাইটের যাত্রা তাকে আরও অনুপ্রাণিত করছে। ভ্রমণে মানুষের মন উদার হয়। নতুন প্রজন্ম ভ্রমণে উৎসাহিত হয়ে বড় ভ্রমণকারী হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Link a Story
সৌদিতে ভিসা বাণিজ্য : ঢাকা দূতাবাসের সাবেক কর্মকর্তাসহ গ্রেপ্তার অনেকে
ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ জানান, বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতিনির্ভর কর্মকাণ্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটি ট্র্যাভেল ম্যাগাজিন। মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্য ড. সাদিকা জাহান, মাহবুব স্মারক ও ড. জুঁই গোমেজসহ মেলবোর্নে থাকা প্রবাসী বাংলাদেশি ও অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের গণ্যমান্য অতিথিরা অংশ নেয়।