গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) উত্তরের অধীন শেরেবাংলা নগর, মিরপুর, কাফরুল, বনানী, বাড্ডা, গুলশান, উত্তরখান, দক্ষিণখান, মোহাম্মদপুর, আদাবর, ভাষানটেক, তেজগাঁও, ভাটারা, তুরাগ, খিলক্ষেত, উত্তরা-পশ্চিম, রামপুরাসহ বিভিন্ন থানায় এ দোয়া মাহফিল হয়।
এসব দোয়া মাহফিলে থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া এখন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হৃদস্পন্দন অনিয়মিত হওয়ায় গত রোববার তার হৃদপিণ্ডে ‘পেসমেকার’ বসানো হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মন্তব্য করুন