পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি।
শনিবার (১৫ জুন) বিকেলে তুরাগ থানার খালপাড় রুপায়ণ সিটির পাশে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই শাড়ি, লুঙ্গি ও অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে আজিজ-বেনজীররা দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় রয়েছে। এখন এ দেশের জনগণকে তাদের আর দরকার নেই। তাদের শুধু দরকার ক্ষমতা। দুর্নীতিগ্রস্ত এই আওয়ামী সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে দিয়েছে। সংকট উত্তোরণে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।
আমিনুল হক বলেন, আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। এই আওয়ামী লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে তারা মুক্তি চায়। মুক্তি কিন্তু এমনি এমনি হবে না, আপনাকে-আমাকে আন্দোলন-সংগ্রাম করতে হবে। এ জন্য আমাদের রাজপথে নামতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
তুরাগ থানা বিএনপির আহবায়ক মো. হাজি আমানুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, চেয়ারম্যান আতাউর রহমান, হাজী মো. মোস্তফা জামান, মহানগরের সাবেক সদস্য হাজি মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, আলাউদ্দিন সরকার টিপু, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. চান মিয়া, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা ও থানা যুবদলের সাবেক সভাপতি আলমাছ আলী।
মন্তব্য করুন