ছাত্রলীগ-যুবলীগকে চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী লীগ সরকার কোটা পুনর্বহাল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কোটা বাতিলের জন্য দেশের তরুণ-ছাত্রসমাজ আন্দোলন-সংগ্রাম করেছিল। তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল। এখন সরকারের লোক দিয়ে রিট করিয়ে হাইকোর্টের মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হলো।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়।
রুহুল কবির রিজভী আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন আওয়ামী লীগ নেতা। মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা- এদের ঢুকানোর জন্যই এই প্রক্রিয়া চলছে।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা। তিনি কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন। বর্তমান সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে।
তিনি বলেন, ক্ষমতা দখলে রেখে অনন্তকাল ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায়ে বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বেনজীরদের দিয়ে সরকার বিএনপির কত নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে যে অপহরণ করেছে, বিচারবহির্ভূত হত্যা করিয়েছে- এই ঘটনাগুলো আজিজ এবং বেনজীর সাহেবের। এসব ঘটনা আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে, খবরের কাগজে পড়ছে আর বিস্মিত হচ্ছে। আমরা তো মাত্র ছিটেফোঁটা জানি, ভিতরে যে আরও কত কি আছে?
গুণী মানুষরা এখন কারাগারের লোহার খাঁচায় এমন মন্তব্য করে বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ড. ইউনূস বলেছেন- তিনি আধা ঘণ্টার মতো লোহার খাঁচায় ছিলেন। আর দেশের সবচাইতে জনপ্রিয় যে নেত্রী তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ড. ইউনূস সাহেবরা সম্মানিত নন, এখন সম্মানিত কে? বেনজীর-আজিজ সাহেবরা সম্মানিত।
তিনি বলেন, বেনজীরের স্ত্রীর নামে ৬৪৬ বিঘা জমি। অথচ এই ভদ্রলোক বেনজীর সাহেব, তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলেন- দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। যদি হঠাৎ করে শয়তান এসে বক্তব্য দেয় তোমরা সৎভাবে চল, তোমরা ন্যায় সঙ্গতভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো- এটা যেমন বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক তেমনি এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন কোনো উপদেশ দেয়, তখন সেটিই মনে হয়।
তিনি আরও বলেন, মানুষ এখন চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায়-যদি এটা আওয়ামী লীগের লোক দেখে, যদি পুলিশ দেখে, পরে যদি আমার আবার বিপদ হয়। মানুষ এখন হৃদয়ের মধ্যে কান্নাকাটি করছে, অন্তরের মধ্যে কান্নাকাটি করছে অর্থাৎ মানুষ কান্না করতেও ভয় পাচ্ছে, এই সমাজ এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দেশের তাঁত শিল্প ও তাঁতি সমাজের জীবনমান উন্নয়নে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, তাঁত শিল্পসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অভূতপূর্ব অবদান রয়েছে। তিনি কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন।
তাঁতি দলের সদস্য সচিব মুজিবুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
মন্তব্য করুন