বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ডামি নির্বাচনে ডামি প্রার্থী দিয়েও সরকার তাদের প্রহসনের নির্বাচনে জনগণকে ফাঁদে ফেলতে পারেনি। উল্টো জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। জনগণ জানে এ নির্বাচনও ৭ জানুয়ারির মতো ‘আমরা আর মামুদের’ নির্বাচন।
বুধবার (০৮ মে) রাতে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন,
আওয়ামী শাসকগোষ্ঠী কর্তৃক জোরালোভাবে শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম-নির্যাতন। এগুলো করে কোনো লাভ নেই। জেল-জুলুম শহীদ জিয়ার সৈনিকরা আর ভয় পায় না। আমরা অনেক অত্যাচারিত হয়েছি। এখন প্রতিরোধের সময় এসেছে। সকল অন্যায়ের জবাব দিতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
সভায় সঞ্চালকের বক্তব্যে মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা আর নেতাকর্মীদের মুক্তি চাই না। এরা গণতন্ত্রের সৈনিকদের মুক্তি দেবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে গণতন্ত্রকে। এর জন্য জীবনবাজি রেখে হলেও দেশ বাঁচানোর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেন, সরকার দাবি করছে বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আমেরিকা সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানেও বলা হয়েছে, বেগম জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমরা কোনো করুণা চাই না। জনগণই একদিন খালেদা জিয়াকে মুক্ত করবে। তবে উন্নত চিকিৎসার অভাবে যদি বেগম জিয়ার কিছু হয়, তাহলে এ সরকার পালিয়েও পার পাবে না।
যৌথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিক দল দক্ষিণের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলা দল দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদল পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদার প্রমুখ।
মন্তব্য করুন