আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত জামানত কমিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে আনার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
বুধবার (২৭ মার্চ) দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. কামরুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে জামানত চেয়ারম্যান পদে এক লাখ টাকা , ভাইস চেয়ারম্যান পদে পঁচাত্তর হাজার এবং মেম্বার পদে পঞ্চাশ হাজার টাকা ধার্য করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, যেখানে সংসদ সদস্য প্রার্থীর জামানত বিশ হাজার টাকা- সেখানে উপজেলা পরিষদ প্রার্থী হওয়ার ক্ষেত্রে এত টাকা কোন যুক্তিতে নির্ধারণ করা হলো?
মন্তব্য করুন