সরকারবিরোধী আন্দোলন ঘিরে দলের গুম-খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতে এবার নতুন কমিটি বা সেল গঠন করছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে আহ্বায়ক করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ১০ জনকে নিয়ে এই সেল গঠিত হতে যাচ্ছে। সেলের নামকরণ করা হচ্ছে 'আমরা বিএনপি পরিবার’। আজকালের মধ্যে নতুন এই সেলের নাম ঘোষণা করা হতে পারে। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএনপির নতুন এই সেল গঠন প্রসঙ্গে দলের দায়িত্বশীল এক নেতা জানান, গত সাত বছর ধরে দলের গুম-খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারগুলোর জন্য বিচ্ছিন্নভাবে কাজ করে আসছে বিএনপি। এখন থেকে তাদের জন্য সমন্বিতভাবে কাজ করতে দলের হাইকমান্ডের নির্দেশে শক্তিশালী এই সেল গঠন করা হচ্ছে। সেলের সদস্যরা অসহায় এসব পরিবারের বিপদে-আপদে যেমন আর্থিক সহায়তা প্রদান করবে, তেমনি অসুখ-বিসুখেও চিকিৎসা সহায়তা দেবে, মোট কথা বছরজুড়ে এসব অসহায় পরিবারগুলোর পাশে থাকবে।
বিএনপির ওই নেতা আরও জানান, এর মধ্য দিয়ে আমরা সারাদেশের নেতাকর্মীদের এই বার্তা দিতে চাই যে, সরকারবিরোধী বিগত আন্দোলন চূড়ান্ত সফলতা না পেলেও নির্যাতন-নিপীড়নের শিকার নেতাকর্মীদের দল ভুলে যায়নি, সব সময় তাদের পাশে রয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত ওইসব পরিবার আর কখনো নিজেদের একা কিংবা অসহায় মনে করবে না। যা আগামীর আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে দলের অন্য নেতাকর্মীদেরও উৎসাহিত করবে।
জানা গেছে, বিএনপির এই নতুন সেল দলের নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়েও কাজ করবে।
সেলের সদস্যরা সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারদলীয় লোকদের মাধ্যমে দলের নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের ঘটনা তথা মানবাধিকার লঙ্ঘনের তথ্য সঙ্গে সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করবে।
জানা গেছে, সংগৃহীত তথ্য দলের আর্কাইভে সংরক্ষণের পাশাপাশি ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের মাধ্যমে পশ্চিমা তথা আন্তর্জাতিক বিশ্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সরকারের ওপর নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চায় বিএনপি।
বিএনপি সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বরাবরের মতো এবারও আন্দোলন-সংগ্রামে গুম-খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহস্রাধিক পরিবারের কাছে দলের পক্ষ থেকে সহায়তা করা হবে। তবে উপহারসামগ্রীর পরিবর্তে এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা মধ্য রমজান থেকে শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, নতুন এই সেল গঠনের পর সেলের তত্ত্বাবধানে এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে বিএনপির হাইকমান্ডের।
ঈদ উপহারসামগ্রীর পরিবর্তে এবার আর্থিক সহায়তার উদ্যোগ প্রসঙ্গে বিএনপির এক নেতা বলেন, নানা কারণে প্রত্যন্ত অঞ্চলে উপহারসামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময়ের কারণে উপহারসামগ্রী অনেক সময় নষ্টও হয়ে যায়। তা ছাড়া নগদ টাকা দিলে ক্ষতিগ্রস্ত পরিবারের উপকার হয় বেশি। কারণ, ওই টাকা দিয়ে তারা সন্তানের স্কুলের ড্রেস তৈরি ও বেতন দিতে পারবে, সুবিধামতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও কিনতে পারবে।
মন্তব্য করুন