বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে এ উপহার প্রদান করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানের সঞ্চালনায় সেলাই মেশিন উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শেখ শরীফ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, জামায়াত নেতা আবু নোমান, শ্রমিক নেতা হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ড. হেলাল উদ্দিন বলেন, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে হজরত মুহাম্মদ (সা.)। তিনি অসহায় মানুষের সেবা করে আমাদের মানবতার পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজের কর্মক্ষম নারী-পুরুষের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি। গত বছরেও আমরা রাজধানীর পাঁচ শতাধিক পরিবারে সেলাই মেশিন উপহার প্রদান করেছিলাম।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষকে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। সরকারের শত নিপীড়নের মধ্যেও জামায়াতের মানবতার কল্যাণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সামর্থ্যবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সমাজের বেকার কর্মহীন মানুষকে ভুলে গেলে চলবে না, সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে।
ড. হেলাল উদ্দিন বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার আজ বিবেকশূন্য হয়ে বাংলাদেশের জনগণের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। সরকারদলীয় লোকেরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।
মন্তব্য করুন