সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিহত দিলু আহমেদ জিলুর বাসায় যান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
শুক্রবার (৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঢাকা থেকে সিলেটে জিলুর বাসায় যান মুন্না। এ সময় তিনি জিলুর পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপি ও যুবদল সবসময় তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল কবির পল, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট নগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাটসহ সিলেট জেলা, মহানগর ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল এবং বিএনপির নেতারা।
যুবদল নেতাদের অভিযোগ, সরকারবিরোধী একদফার আন্দোলনের অংশ হিসেবে গত ৩১ অক্টোবর ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনকালে দিলু আহমেদ জিলুকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।
মন্তব্য করুন