কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জামায়াতের আইনজীবী সমাবেশ

রাজধানীর একটি রেস্টুরেন্টে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। ছবি : সংগৃহীত
রাজধানীর একটি রেস্টুরেন্টে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। ছবি : সংগৃহীত

রাজধানীতে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মু. সেলিম উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের আইনজীবীদের আরও তৎপর হতে হবে। বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। আইনাঙ্গন বিচার প্রার্থীদের কাছে একটি জাগতিক আশ্রয়স্থল। যেখানে ন্যায়বিচার পাওয়ার আশায় ভুক্তভোগীরা দারস্থ হয়। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে আজ বাংলাদেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে জীবনযাপন করছে। এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। আজকে উপস্থিত তরুণ আইনজীবীরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী মানবতার মুক্তি ও কল্যাণকামী সংগঠন। এদেশে ইসলামের সু-মহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এজন্য জামায়াতে ইসলামীর শপথের জনশক্তি হিসেবে উপস্থিত আইনজীবীদের কৃত ওয়াদার আলোকে নিজ নিজ অঙ্গনে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সামনে এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সংবলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদে বিশ্বাসী নীল প্যানেলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবীরা স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী সংগ্রামসহ জাতীয় সকল সংকটে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ন্যায়বিচার নিশ্চিত করে বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনাঙ্গনে গতিশীলতা এবং আইনজীবীদের অধিকার সমুন্নত রাখতে তিনি জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের সহপূর্ণ প্যানেলে নীল প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

মুহা. সেলিম উদ্দিন বলেন, আজ গোটা বিচারাঙ্গণের অবস্থা অত্যন্ত নাজুক। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলা হলেও বাস্তব চিত্র তার পুরো উল্টো। অতীতে দেশের যে কোনো দুর্যোগ ও ক্রান্তিকালে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও ইসলামের সু-মহান আদর্শে উজ্জীবিত হয়ে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেলকে পরিপূর্ণভাবে নির্বাচিত করার জন্য সব আইনজীবী ভোটারদের এগিয়ে আসতে হবে। যাতে করে এই প্যানেল বিজয়ী হওয়ার পর সততা ও নিষ্ঠার সঙ্গে আইনজীবীদের অধিকার মান-মর্যাদা সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যেতে পারে।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন বলতে কিছু নেই। দেশের বিচারব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষতা প্রদর্শন করতে হবে। বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে। বর্তমান এই ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের হাত থেকে দেশের আইনাঙ্গনকে রক্ষার জন্য এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও আইনের শাসন কায়েমের লক্ষ্যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য তিনি আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আইনজীবী সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণের জনশক্তি ছাড়াও ঢাকা মহানগরী উত্তর, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ সহপার্শ্ববর্তী জেলার আইনজীবী জনশক্তিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আসন্ন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪-২৫ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে নীল প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ব্যালট নং ২, সদস্য প্রার্থী হিসেবে রেজাউল হক রিয়াজ ব্যালট নং ১৮ ও মো. আরিফ ব্যালট নং ৯ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মোহাম্মদ মাঈনুদ্দিন, অ্যাডভোকেট ইউসুফ আলী সহবিভিন্ন আইনজীবী নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডির কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিককে দেড় বছরের কারাদণ্ড

কুমিল্লায় স্কুলছাত্রকে অপহরণের সময় যুবক আটক

‘আমরা কখনো ৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিতের আন্দোলন করিনি’

ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন চাইলেন জামায়াত আমির

কাশ্মীরে গ্রেপ্তার ও উচ্ছেদ অভিযান ঘিরে তীব্র প্রতিক্রিয়া

স্কুল ক্যাম্পে ছাত্রীদের গাড়িচাপা

ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত

অপ্রয়োজনে লাঠিচার্জ না করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার

জবি ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

১০

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়া ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

প্রেমিকার ঘরের সামনে ৬০ বছর বয়সী প্রেমিকের বিষপান

১২

আবাহনীর বিপক্ষে কিংসের মধুর প্রতিশোধ

১৩

‘আমরা শুধু প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হওয়ার লড়াই করছি না’

১৪

সাংবাদিকের হাঁটু ভেঙে দিতে চাওয়া অধ্যক্ষ এখনো বহাল

১৫

সাংবাদিকদের বিষয়ে প্রশ্ন ছুড়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ

১৬

এলজিইডির ১৯০৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

১৭

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিহত ২২

১৮

পিএসসিকে চাপ দেওয়ার অভিযোগ মিথ্যা : উপদেষ্টা আসিফ

১৯

ইয়েমেনের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে পড়ল মার্কিন যুদ্ধবিমান

২০
X