বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার। ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি থাকবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিগগিরই আলোচনা সভা করবে তাঁতী দল। তবে গত কয়েক বছরের মতো এবারও কেক কাটার কোনো কর্মসূচি থাকছে না।
তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, কেন্দ্রীয়ভাবে ছাড়াও সংগঠনের সব জেলা, মহানগর ও উপজেলা কমিটি তাদের সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
মন্তব্য করুন