কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতা কারও জন্যই চিরস্থায়ী নয় : জামায়াত 

রাজধানীর একটি মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয় জামায়াত। ছবি : কালবেলা
রাজধানীর একটি মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয় জামায়াত। ছবি : কালবেলা

ক্ষমতা কারও জন্যই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

সেমাবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি মিলনায়তনে কারাবন্দি দলটির আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আলহাজ টিপু সুলতান, নেসার উদ্দিন ও সিরাজুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহতায়ালা আমাদের খুব সীমিত সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমরাই হচ্ছি উত্তম জাতি। আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। উদ্দেশ্য, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহাপুরস্কার জান্নাত লাভ। সে লক্ষ্যকে সামনে রেখেই আজ আমরা আমিরে জামায়াতের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। মূলত, আত্মমানবতার মুক্তি ও কল্যাণের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। রাসুল (সা.)-কে সে দায়িত্ব দিয়েই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। সে দায়িত্ব পালনের জন্যই তাকে জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার চেষ্টা করাই ছিল তার অপরাধ। তাই সকল বাধা-প্রতিবন্ধকতা ও জুলুম-নির্যাতন উপেক্ষা করেই দেশের কুরআনের রাজ প্রতিষ্ঠার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, ক্ষমতালোভী সরকার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে আর তারা ক্ষমতা থেকে নামতে চায় না। তারা ভোট ডাকাতি ও বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। সে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা বর্ষীয়ান আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দীনসহ জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। মূলত, সরকার এসব জাতীয় নেতাদের বিনা অপরাধে কারাগারে আটক রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করছে। কিন্তু এসব করে জুলুমবাজ সরকারের শেষ রক্ষা হবে না বরং রাজপথে যে আন্দোলন জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি বিনাভোটের সরকারের পতনের লক্ষ্যে সকলকে রাজপথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহমান মুসা বলেন, যেকোনোভাবে ক্ষমতায় থাকায় সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই প্রচণ্ড শীতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী কষ্ট পেলেও সরকার জনগণের দুর্দশা লাঘবে এগিয়ে আসেনি। তারা যা করছে তার সাথে জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নেই। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই বাকশালী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি জনগণের সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজা কমিটির সম্পাদক তাপস পালের স্ত্রীর পরলোকগমন

হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীবকে অব্যাহতি

রাজশাহীতে তেলের ডিপোতে ভয়াবহ আগুন

গাজীপুরে কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২

রাজধানীতে শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আ. ছালাম খান

মোহাম্মদপুরে তালিকাভুক্ত ৬ চাঁদাবাজ গ্রেপ্তার

নির্বিঘ্নে গান করার সুষ্ঠু পরিবেশের দাবি লালনগীতি শিল্পীদের

আমরা প্রস্তাব দেব, বাস্তবায়ন করবে সরকার : বদিউল আলম মজুমদার

সমাবেশ ডেকেছে সিপিবি

১০

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে চলছে : আমিনুল হক 

১১

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১২

নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনির পরিচয়

১৩

জেলের জালে বিশাল বোয়াল, ৪৫ হাজারে বিক্রি

১৪

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়েছে : প্রিন্স

১৫

বিজয় দিবস দিয়ে টার্ফে ফিরছে হকি

১৬

মাদ্রাসা বন্ধের হুমকির প্রতিবাদ হেফাজতের

১৭

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৮টি সাংগঠনিক টিম গঠন

১৮

সিলেটে প্রজন্ম লীগ নেতাকে গণধোলাই, অতঃপর...

১৯

অবশেষে ফাইনালে ঢাকা মেট্রো

২০
X